Kohinoor: কোহিনুর থেকে টিপু সুলতানের আংটি, ব্রিটিশ সরকার প্রমাণ করতে চায় সব তাদের

0

Last Updated on May 26, 2023 8:18 PM by Khabar365Din

আজ থেকে টাওয়ার অফ লন্ডনে নির্লজ্জ প্রদর্শনী

৩৬৫ দিন। বিতর্ক এড়াতে রাজা তৃতীয় চার্লসের করোনেশনে রানী ক‍্যামেলার মুকুট থেকে বাদ দেওয়া হয় কোহিনূর। বিশ্বের অন‍্যতম অমূল‍্য এবং বিতর্কিত সেই হিরে কোহিনূর শোভা পাবে ‘টাওয়ার অব লন্ডন’য়ের প্রদর্শনীতে। শুক্রবার থেকে শুরু হচ্ছে এই প্রদর্শনী, চলবে নভেম্বর পর্যন্ত। কোহিনূরের পাশাপাশি ব্রিটিশ ঔপনিবেশিক ইতিহাসের দলিল হিসাবে রাজ পরিবারের সংগ্রহে থাকা আরও বেশ কিছু মহামূল‍্য রত্ন-ও এই প্রদর্শনীতে থাকছে বলে সূত্রের খবর। যার যধ‍্যে রয়েছে গ্রেট স্টার অফ আফ্রিকা ডায়মন্ড, টিপু সুলতানের আংটি, রোসেটা স্টোন এবং এলগিন মার্বেল। তবে আকর্ষণের কেন্দ্রবিন্দু যে কোহিনূর তা বলাই বাহুল‍্য। প্রায় ৪ বছর লেগেছে টাওয়ার অব লন্ডনের এই প্রদর্শনী হল তৈরী করতে। হলের প্রথম কক্ষের নাম দেওয়া হয়েছে ‘মোনার্ক’, ব্রিটিশ রাজতন্ত্রের দলিল হিসাবে এখানে রাখা হয়েছে বিভিন্ন সময়ের রাজমুকুট।

রাজা প্রথম জর্জের ব‍্যবহার করা রাজমুকুট যেমন শোভা পাবে তেমন-ই এখানে দেখা যাবে ব্ল‍্যাক প্রিন্সেস রুবি, কোহিনূর থাকছে দ্বিতীয় কক্ষ ‘ওরিজিনস’-এ। কোহিনূর ছাড়াও এখানে থাকছে আর এক বিতর্কিত মুক্ত দ‍্য কুলিন‍্যান। প্রদর্শনীর আয়োজক চ্যারিটি সংস্থা ‘হিস্টরিক রয়্যাল প্যালেসেস’আলাদা করে কোহিনূর নিয়ে বিবৃতি দিয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে প্রদর্শনীতে স্থান পাওয়া প্রতিটি রত্নের ইতিহাস আলাদা আলাদা ভাবে ব‍্যাখ‍্যা করা হবে। এক্ষেত্রে যথা সম্ভব স্বচ্ছতা ও ভারসাম্য বজায় রাখা হবে। কোহিনূর দীর্ঘদিন ধরে ভারত তার সম্পদ বলে দাবি করে আসে। পাকিস্তান, আফগানিস্তান-ও এই হিরের দাবিদার। তাই কোহিনূরের ইতিহাস ব‍্যাখ‍্যার ক্ষেত্রে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।

কী ভাবে, বিভিন্ন সময়ে মুঘল সাম্রাজ্য, ইরানের শাহ, আফগানিস্তানের আমির এবং শিখ মহারাজাদের জয়-পরাজয়ের স্মারক হিসেবে এটির হাতবদল হয়েছে, সে কথাও ক্রমানুসারে বর্ণনা দেওয়া থাকছে এখানে। সংস্থার দাবি, ইতিহাস ব‍্যাখ‍্যার ক্ষেত্রে প্রথিতযশা গবেষকদের সাহায‍্য নেওয়া হয়েছে পাশাপাশি রাজ পরিবারের পুরনো দলিল থেকেও তথ‍্য সংগ্রহ করা হয়েছে। কোহিনুরের ক্ষেত্রে যে লেবেল ব্যবহার করা হচ্ছে, তার নাম ‘সিম্বল অফ কনকোয়েস্ট’। ইতিহাসগত ভাবে এর মালিক যে বহুবার বদলেছে, তা তুলে ধরতেই এই লেবেল। যদিও ভারতীয় ইতিহাসবিদ এবং গবেষকদের একাংশ বলছেন, কোহিনূরের সত‍্যনিষ্ঠ ইতিহাস কি আদৌও তুলে ধরা হবে ! সেখানে কি বলা হবে নাবালক দলিপ সিংকে লাহোর চুক্তি করতে বাধ‍্য করে ব্রিটিশরা কোহিনূর হাতিয়ে নিয়েছিল, নিশ্চয় বলা হবে না, কারণ তা হলে তো কোহিনূর ফেরত দিতে হয়, এখন দেখার কোহিনূরের যে ইতিহাস প্রদর্শনীতে ব‍্যাখ‍্যা করা হবে তা নতুন কোন বিতর্কের জন্ম দেয়।