Last Updated on September 27, 2021 10:36 PM by Khabar365Din
৩৬৫ দিন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূলের সুস্মিতা দেব। সোমবার ছিল রাজ্যসভা উপ নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। হার নিশ্চিত জেনে ভাজপা কোন প্রার্থীকে মনোনয়ন পেশ করতে দেয়নি। সুস্মিতা দেবের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী, সুস্মিতা দেবের স্ট্যাচারের কোন প্রার্থীও ভাজপা শিবিরে না থাকায় বিনা প্রতিদ্বন্দীতায় রাজ্যসভার সাংসদ হলেন সুস্মিতা দেব। সম্প্রতি মানস ভুঁইয়া, রাজ্য মন্ত্রিসভায় জায়গা পাওয়ার পর, উপনির্বাচনে সেই আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন সুস্মিতা দেব।
তাঁর পদের মেয়াদ থাকছে ২০২৩ সালের এপ্রিল মাস পর্যন্ত। সোমবার বিধানসভায় এসে সুস্মিতা দেব বলেন, “তৃণমূলের সংসদীয় দল, সংসদের ভিতরে ও বাইরে মোদি সরকারের স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে লড়াই করছে। আমিও সেই লড়াইয়ে সামিল হব। ত্রিপুরা এবং অসমের রাজনীতিতে বিজেপি যেভাবে বিভাজন নীতি চালাচ্ছে তার বিরুদ্ধে আমাদের সরব হতেই হবে।” প্রসঙ্গত আগামীকাল শিলচর যাওয়ার কথা রয়েছে সুস্মিতা দেবের। বৃহস্পতিবার ভবানীপুর বিধানসভা উপনির্বাচন, ভোট পর্ব মিটে গেলেই নিজের কর্মসূচি নিয়ে দলের সাথে কথা বলবেন সুস্মিতা দেব।