Last Updated on September 5, 2021 11:53 PM by Khabar365Din

রবিবার কলকাতায় ১৩০ তম ডুরান্ড ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন মুখ ্যমন্ত্রী। মহামারীর শেষে ফুটবলের শহর কলকাতাতেই পৃথিবীর তৃতীয় প্রাচীন ও এশিয়ার প্রাচীনতম এই ফুটবল টুর্নামেন্ট সূচনা করলেন তিনি। উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের আধিকারিকরা। মহামেডান ক্লাব ও বায়ুসেনার মধ্যে প্রথম ম্যাচ দিয়েই এইটুর্নামেন্টের সূচনা হল যুবভারতিতে। ক্রীড়াপ্রেমী মুখ্যমন্ত্রীর কাছে আগামী পাঁচ বছর কলকাতাতেই এই টুর্নামেন্টের আয়োজন করার অনুমতি পেয়ে খুশি আয়োজকরা।
৩৬৫ দিন। অবশেষে শনিবার ভবানীপুর সহ জঙ্গিপুর ও সামসেরগঞ্জে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আর রবিবার এই তিন কেন্দ্রের প্রার্থী ঘোষণা করল তৃণমূল। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ‘গোটা ভারতবর্ষের দিদি’, দেশের তথা রাজ্যের জননেত্রী, সর্বোপরি ভবানীপুরের নিজের মেয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতার নাম, এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। এদিন বিজ্ঞপ্তি আকারে মমতার নাম বিধানসভা উপনির্বাচনে ভবানীপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। যদিও শনিবারই উপ নির্বাচনের দিন ঘোষণার পর মুহূর্ত থেকেই গোটা ভবানীপুর জুড়ে মমতার সমর্থনে দেওয়াল লিখন শুরু হয়ে যায়। উদ্বেলিত জনতা তৃণমূল কর্মী, সমর্থকদের সঙ্গে একত্রিত হয়ে ভবানীপুরের রাস্তায় নেমে মমতার হয়ে স্লোগান দিতে থাকেন। খোদ মন্ত্রী ফিরহাদ হাকিম সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা শনিবার রাতেই মমতার সমর্থনে দেওয়াল লিখন শুরু করে দেন। রবিবার তৃণমূলের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জঙ্গিপুর কেন্দ্র থেকে লড়াই করবেন জাকির হোসেন। সামসেরগঞ্জ কেন্দ্রে উপনির্বাচনে লড়বেন আমিরুল ইসলাম। প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনে জঙ্গিপুর থেকে প্রার্থী হয়েছিলেন জাকির হোসেনই। কিন্তু ভোটের আগেই ঘটে যায় বড়সড় দুর্ঘটনা। নিমতিতায় প্রবল বিস্ফোরণে গুরুতর আহত হন তিনি। দীর্ঘদিন ছিলেন হাসপাতালে। ভোটের প্রচারেও নামতে পারেননি। কোনওক্রমে অ্যাম্বুল্যান্সে চেপেই মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন।