Last Updated on September 6, 2021 11:26 PM by Khabar365Din
৩৬৫ দিন। নয়াদিল্লি। কাপুরুষরা আমাদের হারাতে পারেনি বলে প্রতিহিংসার রাজনীতি করছে। আমি সকাল ১১টায় এখানে এসেছি। এখন রাত ৮টা বাজে। লাগাতার সওয়াল-জবাব করেছেন। ওঁরা নিজেদের কাজ করেছিলেন। আমি সহযোগিতা করেছি। সাধ্যমতো সব প্রশ্নের উত্তর দিয়েছি। লিখিত বয়ানও দিয়েছি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দফতর থেকে বেরিয়ে এভাবেই কেন্দ্রের ভাজপা সরকারের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ আনলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বলেন, প্রথম থেকেই বলছি ১০ পয়সার দুর্নীতিও ধরা পড়লে তথ্য সামনে আনুন। ইডি-সিবিআই লাগানোর দরকার নেই, প্রমাণ করতে পারলে ফাঁসির কাঠে ঝুলব। আপনারা সবাই জানেন ক্যামেরার সামনে হাত বাড়িয়ে টাকা নিতে গিয়ে যারা ধরা পড়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না তদন্তকারী দল। কারণ একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়েছে তাঁরা। তাই সব দোষ মাফ। যাঁরা বিজেপির বিরুদ্ধে লড়াই করছে তাঁদের হেনস্থা করা হচ্ছে। এটা কলকাতার ঘটনা। আমায় ডেকে পাঠানো হয়েছে দিল্লিতে। গত ৮ ঘণ্টা ধরে ননস্টপ প্রশ্ন করা হয়েছে। তদন্তকারীদের দোষ দিচ্ছি না। তাঁরা নিজেদের কাজ করছেন। তাঁদের উপরেও চাপ দেওয়া হচ্ছে। ভিতরে কী হয়েছে বলব না। যাঁদের দিয়ে করাচ্ছে তাঁরাও খুশি নন। আমার বিরুদ্ধে কোনও তথ্য-প্রমাণ থাকলে প্রকাশ্যে আনুন। যদি মনে করেন, ভয় দেখিয়ে তৃণমূলকে জব্দ করবেন, তা হবে না। আপনি যাই করুন না কেন, সামনের ভোটে তৃণমূল জিতবেই। জীবন দিয়ে দেব, কিন্তু মাথা নোয়াব না।
২৪শে ভাজপাকে হারানোর চ্যালেঞ্জ
আগামী লোকসভা নির্বাচনে ভাজপাকে গোটা দেশে হারানোর চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে অভিষেক বলেন, ২০২৪-এ বিজেপিকে হারাবই। বাংলায় ২০০ আসন পাব বলেছিলেন মোদি। অমিত শাহ বাংলার ভোট প্রচারে গিয়ে দিনের-পর-দিন বলেছেন, আমার ছোটবেলা থেকে রাজনীতি করার অভিজ্ঞতা ২০০ পার করবোই। কিন্তু বাংলায় ৭০ আসন পেয়েই থামতে হয়েছে বিজেপিকে। অন্য রাজনৈতিক দলের কথা জানিনা, তৃণমূল হারাবে বিজেপিকে। ইডি-সিবিআই-আয়কর, যা কিছু আছে, ব্যবহার করতে পারেন। আমরা যে যে রাজ্যে যাব, সেখানেই বিজেপিকে হারাব। আগে সেই সমস্ত রাজ্যের যাব যেখানে বিজেপি গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে। যা করার করে নিন। যো উখাড়না হ্যায়, উখাড় লিজিয়ে। আরও জোরের সঙ্গে আমি বলছি, তৃণমূল প্রতিটি রাজ্যে যাবে। যেখানে বিজেপি আছে, আমরা যাব। লড়াই করব। আমরা অন্য দলের মতো ঘরে বসে থাকব না। জীবন বিপন্ন হোক, মাথা নত করব না। আমরা ২০২৪ সালে বিজেপি-কে হারাবোই।
২৫ ভাজপা বিধায়ক তৃণমূলে আসতে চান
একুশের বিধানসভা নির্বাচনে বাংলায় ভাজপা ৭৭ বিধানসভা আসনে জয়লাভ করলেও মাত্র চার মাসের মধ্যে সেই সংখ্যা এসে পৌঁছেছে একাত্তরে। এই প্রসঙ্গে অভিষেক বলেন, এখনও ২৫ জন বিধায়ক লাইনে রয়েছেন। তাঁদের আমরা নিচ্ছি না।