Last Updated on June 29, 2023 7:31 PM by Khabar365Din
৩৬৫ দিন। মুখ্যমন্ত্রী অথবা রাজ্য সরকারের কাছ থেকে কোনো রকম অনুমতি না নিয়েই নিউ টাউন বাজারে গাড়ির উপরে অমানবিক এবং অবিশ্বাস্যভাবে ৫০০ টাকার ট্রাফিক ফাইন চালু করেছিল এনকেডিএ। সাধারণ মানুষের হেনস্থার কথা জানতে পেরে সঙ্গে সঙ্গে এই অমানবিক কালাকানুন প্রত্যাহার করার জন্য নির্দেশ দিলেন মমতা। বিধান নগরের পুলিশ কমিশনার গৌরব শর্মা জানিয়েছেন, নিউ টাউন বাজারে এইভাবে গাড়ির উপরে ফাইন চাপানোর সিদ্ধান্ত বাতিল করা হয়েছে পরবর্তী কোনো সিদ্ধান্ত ঘোষণা হওয়ার আগে পর্যন্ত।

নিউটাউন বাজারে অবিশ্বাস্য হারে ফাইন আদায়
বাংলার তো বটেই ভারতের প্রথম সারির পরিকল্পিত এবং সবচেয়ে স্মার্ট শহর গুলির মধ্যে একটি হলো নিউ টাউন। যেখানে দেশের প্রথম সারির সাইবার সংস্থা গুলির পাশাপাশি গোটা পৃথিবীর প্রথম সারির প্রায় সমস্ত তথ্যপ্রযুক্তি সংস্থা নিজেদের অফিস খুলেছে। অথচ এমন একটি জায়গার যাবতীয় প্রশাসনিক দায়িত্ব এবং ক্ষমতা রয়ে গেছে এমন কয়েকটি সংস্থার হাতে যাদের সঙ্গে সাধারণ মানুষের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের কোন সম্পর্ক নেই। তাই রাজ্য সরকারের ঘোষিত নীতির বিরুদ্ধে গিয়ে রাতারাতি একুশে আইন চালু করে নিউ টাউন বাজারে আসা বাসিন্দাদের গাড়ি এবং বাইকের উপরে মোটা অংকের জরিমানা চাপানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল এনকেডিএ। এমনকি রাজ্য সরকারকে না জানিয়েই বিধাননগর পুলিশ কমিশনারেট কে নির্দেশ দিয়েছিল বাজারে গাড়ি এবং বাইক নিয়ে আসা বাসিন্দাদের উপরে মোটা অংকের জরিমানা চাপানোর। সেইমতো গত কয়েকদিন ধরেই পুলিশকে দিয়ে বাহন অ্যাপের মাধ্যমে বাসিন্দাদের মোবাইলে জরিমানার মেসেজ পাঠানো হচ্ছিল।
বিষয়টি নিয়ে একাধিকবার নিউটনের বাসিন্দারা এন কে ডি এ কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানোর পাশাপাশি লিখিতভাবে মেমোরেন্ডাম দিলেও সিদ্ধান্ত পুনর্বিবেচনার পথে হাঁটেনি তারা। এই পরিস্থিতির কথা জানতে পারার পরেই মুখ্যমন্ত্রী নিউ টাউন এলাকায় চালু থাকা এই একুশে আইন অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দেন।
তৃণমূলের রাজ্য সম্পাদক তথা দলীয় মুখপাত্র কুনাল ঘোষ আজ জানান, নিউটাউনের বাজারে ট্রাফিক ফাইন ৫০০ টাকা যেটি এনকেডিএ চালু করেছিল, তা আপত্তিকর, বিভ্রান্তিকর ও জনবিরোধী। মাননীয়া মুখ্যমন্ত্রী এটি জানতেন না। মানুষের হয়রানির কথা জানতে পেরেই তাঁর নির্দেশ, এই ফাইনের সিদ্ধান্ত প্রত্যাহার ও বাতিল করা হচ্ছে।
৫০০ টাকা জরিমানার সিদ্ধান্ত কার?
মুখ্যমন্ত্রী অথবা রাজ্য সরকারের সঙ্গে কোন রকম আলোচনা না করে রাজ্য সরকারের ঘোষিত নীতি বিরোধী এমন সিদ্ধান্ত এনকেডিএ কেন নিল, সেই বিষয়ে কোন ব্যাখ্যা দিতে রাজি হয়নি কর্তৃপক্ষ। রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, এনকেডিএ এমন সিদ্ধান্ত নেয় নি। পুলিশ জরিমানা আদায় করেছে। যদিও রাজ্য তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নিউ টাউন বাজারে এই জরিমানা আদায়ের সিদ্ধান্ত নিয়েছিল এনকেডিএ।
বিধান নগর পুলিশের বক্তব্য
বিধান নগরের পুলিশ কমিশনার গৌরব শর্মা জানিয়েছেন, পার্কিং জোন নির্দিষ্ট করে দেয় এনকেডিএ এবং তার বাইরের এলাকায় গাড়ি বেআইনিভাবে পার্কিং করলে তাকে জরিমানা করার দায়িত্ব পুলিশের। বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি ট্রাফিক তথা ডিসি নিউ টাউন ইন্দিরা মুখার্জি বলেন, এম ভি আইন অনুসারে আমরা স্থানীয় পুর পরিষবা প্রদানকারী সংস্থার সঙ্গে আলোচনা করেই এই ফি নিয়ে থাকি।
তবে জরিমানার অংক কি হবে সেই বিষয়গুলি সম্পূর্ণভাবে স্থানীয় প্রশাসন ঠিক করে বলে বিধান নগর পুলিশ কমিশনারেট সূত্রে জানা গিয়েছে। রাজ্য প্রশাসন অথবা পুরসভার ক্ষেত্রে স্থানীয় প্রশাসন ঠিক করে দেয় কোন ক্ষেত্রে কত টাকা জরিমানা করা হবে। সেইমতো পুলিশের দায়িত্ব শুধুমাত্র জরিমানার স্লিপ কাটা এবং সেই টাকা আদায় করা।