বিশ্ব বাংলার জয়, তৃণমূলের রাজ্যসভার প্রার্থী অক্সফোর্ড, সাসেক্স শিক্ষিত সুস্মিতা দেব

0

Last Updated on September 14, 2021 11:17 PM by Khabar365Din

৩৬৫ দিন। রাজ্যসভায় বিশ্ব বাংলার জয়জয়কার। প্রেসিডেন্সির পর এবার অক্সফোর্ড। মানস ভুঁইয়ার ছেড়ে যাওয়া আসনে রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী হচ্ছেন অক্সফোর্ড,সাসেক্স থেকে পাশ করা প্রাক্তন সুস্মিতা দেব। এর আগে রাজ্যসভায় তৃণমূলের প্রতিনিধি হিসেবে গিয়েছেন প্রাক্তন রাজপুরুষ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত জহর সরকার। রাজ্যসভায় তৃণমূলের পরপর দুই প্রার্থী শুধু বাংলারই নন, তারা বিশ্ববাংলারও বটে। কারণ শিক্ষাগত যোগ্যতায় এই দুই বাঙালি বাংলাকে আন্তর্জাতিকস্তরে পৌঁছে দিয়েছেন।মঙ্গলবার তৃণমূল নেতৃত্বের তরফে টুইট করে রাজ্যসভার প্রার্থী হিসেবে সুস্মিতার নাম ঘোষণা করা হয়। গত মাসেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন সুস্মিতা দেব। তৃণমূলের নাম লেখানো পরই তাকে ত্রিপুরার দায়িত্ব দেওয়া হয়েছিল।

এরপরই ত্রিপুরায় দলীয় সাংগঠনিক কাজের দায়িত্বভার সামলেছেন তিনি। প্রসঙ্গত, মানস ভুঁইয়া বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার পরই রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। ফলে রাজ্যসভায় তৃণমূলের একটি আসন ফাঁকা হয়ে যায়।রাজ্যসভার ওই ফাঁকা আসনে তৃণমূল কাকে প্রার্থী করে তা নিয়ে অনেকদিন ধরেই রাজনৈতিক মহলে জল্পনা চলছিল।যদিও আগস্ট মাসেই দীনেশ ত্রিবেদীর ছেরে যাওয়া আসনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের রাজ্যসভার প্রার্থী জহর সরকার নির্বাচিত হন। এবার সুস্মিতা দেবের বিরুদ্ধে ভাজপা কোনো প্রার্থী দেবে তা এখনও পরিষ্কার নয়।তবে রাজ্যসভা নির্বাচনে ভোটের অংক অনুযায়ী, ভাজপা নেতৃত্ব বিরোধী হিসেবে প্রার্থী দিলেও তৃণমূলের বিধায়ক সংখ্যা বেশি থাকায় সুস্মিতা দেবের জয় একপ্রকার নিশ্চিত। নির্বাচন কমিশন আগেই ঘোষণা করেছে, আগামী ৪ অক্টোবর বাংলায় রাজ্যসভার নির্বাচন হবে। বাংলার পাশাপাশি আরও ৪ রাজ্যে রাজ্যসভা নির্বাচন হবে। ২২ সেপ্টেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here