TMC: জাতীয় ও রাজ্য স্তরে তৃণমূলের মুখপত্র তালিকা ঘোষণা

0

Last Updated on March 25, 2023 8:15 PM by Khabar365Din

৩৬৫ দিন। জাতীয় ও রাজ্য স্তরে তৃণমূলের মুখপাত্রের তালিকা ঘোষণা করা হল। শনিবার দলীয় স্তরে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জাতীয় স্তরে ২০ জন এবং রাজ্য স্তরে ৪০ জন মুখপাত্রের তালিকা ঘোষণা করা হয়েছে দলের তরফে। জাতীয় স্তরে মুখপাত্রের তালিকার মধ্যে উল্লেখযোগ্য হিসেবে রয়েছেন, অমিত মিত্র, বাবুল সুপ্রিয়, চন্দ্রিমা ভট্টাচার্য, ডেরেক ও ব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার, জহর সরকার, কীর্তি আজাদ, ললিতেশ তিওয়ারি, মুকুল সাংমা, মহুয়া মৈত্র, নাদিমুল হক, রিপুন বোরা, সাকেত গোখলে, সৌগত রায়, শশী পাঁজা, সুগত বোস, সুখেন্দুশেখর রায়, ত্রাজানো ডি মেলো, সুস্মিতা দেব, প্রমূখ।

৪০ জন রাজ্য স্তরের মুখপাত্রের মধ্যে উল্লেখযোগ্য হলেন, অম্বরিশ সরকার, অনন্যা ব্যানার্জী, অরূপ চক্রবর্তী, বৈশানার চ্যাটার্জী, বীরেন্দ্র বারা ওরাও, বীরবাহা হাঁসদা, বিশ্বজিত দেব, ব্রাত্য বসু, চৈতি বর্মন বড়ুয়া, দেবাংশু ভট্টাচার্য, জয়প্রকাশ মজুমদার, জুই বিশ্বাস, কামাল হোসেন, কোহিনুর মজুমদার, কৃষানু মিত্র, কুণাল ঘোষ, মানসরঞ্জন ভূঁইয়া, পার্থ ভৌমিক, পার্থপ্রতিম রায়, সমীর চক্রবর্তী, ঋজু দত্ত, শান্তনু সেন, স্নেহাশীষ চক্রবর্তী, সুদীপ রাহা, তাপস রায়, তৃণাঙ্কুর ভট্টাচার্য, বিজয় উপাধ্যায় প্রমূখ। তৃণমূলের মিডিয়া সেলের দেখভালের দায়িত্বে রয়েছেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here