Last Updated on October 5, 2021 11:46 PM by Khabar365Din
৩৬৫ দিন। দেশ শাসন করছেন একজন মা, ত্রিপুরা থেকে শুরু করে গোটা দেশের অশুভ শক্তিকে ধ্বংস করবেন। ত্রিপুরায় সন্ত্রাসের প্রতিবাদে মাথা মুড়িয়ে প্রায়শ্চিত্ত করে এমনই দাবি ভাজপা বিধায়ক আশিস দাসের। আদিগঙ্গার জলে স্নান করেও প্রায়শ্চিত্ত করলেন আশিস দাস। মস্তক মুণ্ডনের আগে কালীঘাট মন্দিরে পুজোও দেন আশিস দাস। কারণ হিসেবে বলেন, ভাজপাকে এনেছিলেন ত্রিপুরার মানুষের জন্য। কিন্তু ভাজপা সরকার কিছু করেনি, তাই প্রায়শ্চিত্ত করলেন। আগামী বিধানসভা নির্বাচনে ত্রিপুরার ক্ষমতা থেকে ভাজপাকে না সরানো পর্যন্ত চুল রাখবেন না। আদিগঙ্গার জলে স্নান করে, ভাজপা ছাড়ার কথা ঘোষণা করে ত্রিপুরার ভাজপা বিধায়ক আশিস দাস বলেন, আজ থেকে আমি বিজেপি ত্যাগ করলাম। মানুষের কোনও উন্নতি হয়নি। ওখানে মানুষ ভাল নেই। মানুষের উন্নতির জন্য যজ্ঞ করলাম। প্রায়শ্চিত্ত করলাম। মূলত ভাজপা শাসিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরোধী গোষ্ঠীর নেতা সুদীপ রায় বর্মনের অনুগামী বলে পরিচিত ত্রিপুরার সুরমা কেন্দ্রের বিধায়ক আশিস দাস। কয়েকদিন আগে ত্রিপুরা সিভিল সার্ভিস আধিকারিকদের সম্মেলনে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের মন্তব্য আদালত অবমাননা করার পাশাপাশি ত্রিপুরায় আইনের শাসন নেই বলে প্রকাশ্যে ত্রিপুরার ভাজপা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন ত্রিপুরার এই ভাজপা বিধায়ক।আজ কালীঘাট মন্দিরে গিয়ে যজ্ঞ করার পরে দাবি করলেন, ভাজপা ছাড়ার। এর পরেই ত্রিপুরায় বিপ্লব দেব এর আমলে অপশাসন চলছে বলে অভিযোগ করে গোটা দেশ থেকেই ভাজপাকে হারানোর ব্রত নিয়ে এগোতে চান বলে জানান আশিস। কার্যত ত্রিপুরায় তৃণমূলের নেতারা যে অপশাসন এবং দিল্লি থেকে অঙ্গুলিহেলনে সরকার চালানোর অভিযোগ তুলেছেন, তার সমর্থন জানিয়ে তার বক্তব্য, অভিভাবক যদি সন্তানকে সঠিক পথে পরিচালিত না করেন, তবে ছেলেরা খারাপ হবে।
এ ক্ষেত্রে শুধু বিপ্লব দেবকে দায়ী করলে চলবে না। ত্রিপুরায় অরাজকতা চলছে। গত দু’বছর ধরে দল, প্রশাসন এবং সংগঠনের ঊর্ধ্বে উঠে মানুষের স্বার্থে বিভিন্ন কর্মসূচি নিয়েছি। উত্তর-পূর্বের রাজ্যগুলির মধ্যে প্রতিনিয়ত ত্রিপুরায় গেলেও রাজ্যের সমস্যা সমাধানের জন্য সেখানে যাননি কেন্দ্রীয় নেতৃত্ব। বরং ত্রিপুরার সমস্যাকে বাড়িয়ে তুলেছেন তাঁরা। আমি কি করব, তা পরে ঠিক করব। শিশুপালকে শ্রীকৃষ্ণ বলেছিলেন, আর একটা অন্যায় করলে তোমার পাপের ঘড়া পূর্ণ হবে। তোমাকে মৃত্যুবরণ করতে হবে। কলকাতায় এসে ত্রিপুরার সুরমা কেন্দ্রের ভাজপা বিধায়ক আশিস দাস কেন্দ্রের ভাজপা সরকারের প্রসঙ্গে বলেন, মুখ এবং মুখোশ কোনটা বুঝে নিয়েছে মানুষ। ফলে মা মাটি মানুষকে সমর্থন করেছে তাঁরা। এর পাশাপাশি আগামী লোকসভা নির্বাচনে কেন্দ্রের ক্ষমতা থেকে ভাজপাকে হারানোর জন্য মমতা সর্বভারতীয় স্তরে যে লড়াই শুরু করেছেন সেই লড়াইয়ে সমর্থন জানিয়ে মমতাকে আগামী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়ে তাঁর বক্তব্য, ইন্দিরা গান্ধির পর আবার একজন মহিলা প্রধানমন্ত্রী দেখতে চায় ভারত। বাঙালি হিসেবে মমতা দিদিকে বাঙালি প্রধানমন্ত্রী দেখতে চাই আমি নিজেও। প্রসঙ্গত কয়েকদিন আগেই ত্রিপুরায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে ভাজপা নেতা ও সমর্থকদের আক্রমণের তীব্র নিন্দা করে ত্রিপুরার ভাজপা বিধায়ক আশিস দাস বলেছিলেন, ত্রিপুরায় নাকি আইনের শাসন আছে। যদিও সেটা দেখা যাচ্ছে না। এখানে একেক জনের জন্য একেক রকম আইন রয়েছে। যেটা বাস্তব, তার সত্যতা তো আমাকে স্বীকার করতে হবেই। আমি কারও পক্ষপাতিত্ব করছি না।