কাঠমান্ডুর আকাশে মুখোমুখি দুই বিমান, সাসপেন্ড ৩ এটিসি কর্মী

0

Last Updated on March 26, 2023 8:48 PM by Khabar365Din

৩৬৫ দিন। কাঠমান্ডুর আকাশে মুখোমুখি দুই বিমান। পাইলটদের তৎপরতায় প্রাণ বাঁচল কয়েকশো যাত্রীর। কর্তব‍্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড এয়ার ট্রাফিক কন্ট্রোলের ৩ কর্মী। সূত্রের খবর, শুক্রবার সকালে মালয়েশিয়ার কুয়ালা লামপুর থেকে কাঠমান্ডু আসছিল নেপাল এয়ারলাইন্সের এ-৩২০ বিমান। ওই একই সময়ে কাঠমান্ডু বিমানবন্দরের উদ্দেশে আসছিল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। এয়ার ইন্ডিয়ার বিমানটি ১৯ হাজার ফুট উচ্চতা থেকে নীচে নামছিল। নেপাল এয়ারলাইন্সের বিমানটি প্রায় একই জায়গায় ১৫ হাজার ফুট উচ্চতা দিয়ে যাচ্ছিল। হঠাৎই বিমান দু’টি কাছাকাছি চলে আসে। সংঘর্ষ এড়াতে নেপাল এয়ারলাইন্সের বিমানটি ৭ হাজার ফুট উচ্চতায় নেমে যায়।

কোনও ক্রমে দুর্ঘটনা এড়ায় দুটি বিমান। এরপরেই ঘটনার তদন্তে নামে নেপালের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। তদন্তে উঠে আসে এটিসির তিন কর্মীর মধ‍্যে সমন্বয়ের অভাবের ফলে এই মারাত্মক দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল। একই উচ্চতায় মুখোমুখি চলে আসে দুটি বিমান। এরপরেই তাদের।সাসপেন্ড করা হয়। বিমান বিশেষজ্ঞরা বলছেন, নেপালের আকাশে বিমান চালানো এমনিতেই অত‍্যন্ত ঝুঁকিপূর্ণ। এটিসির ভুলে দুই বিমান মুখোমুখি চলে এলে অত‍্যন্ত দক্ষ পাইলট না হলে নিশ্চিত দুর্ঘটনা। কারণ, বিমান বেশী নীচে নামানো হলে তা পর্বতে ধাক্কা খেতে পারে, এমনকি ওই উচ্চতায় অন‍্য বিমানের সঙ্গে সংঘর্ষের আশঙ্কাও থাকে। বরাত জোরে বড় বিপর্যয় এড়ানো গিয়েছে। সিএএন-এর মুখপাত্র জগন্নাথ নিরোউলা জানিয়েছেন, ওই ৩ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত তাঁরা কাজে যোগ দিতে পারবেন না।