Last Updated on January 20, 2023 9:52 AM by Khabar365Din
সৌগত মন্ডল। খবর ৩৬৫ দিন।
দীর্ঘ প্রায় আড়াই বছর পরে গোটা পৃথিবীর জন্য দেশের দরজা খুলে দিয়েছে চীনের শি জিনপিং সরকার। এমনকি চীনের বাইরে থেকে আগত ছাত্র-ছাত্রী অথবা ভ্রমণার্থীদের জন্যেও যাবতীয় বাধ্যতামূলক কোয়ারেন্টাইন নীতি তুলে দেওয়া হয়েছে।
তারপরেও চীন থেকে গোটা পৃথিবীতে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ছে বলে মিথ্যে প্রচার চলছে বিশ্বজুড়ে। এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বেশ কিছু মার্কিনী এবং ইউরোপীয় সংবাদ মাধ্যমের পাশাপাশি ভারতীয় কিছু সংবাদ মাধ্যম চীন সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে করোনা নিয়ে আতঙ্ক তৈরি করার চেষ্টা চালাচ্ছে। এভাবেই চীনের করোনার সংক্রমণ নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন কলকাতায় নিযুক্ত চীনের কনসাল জেনারেল ঝা লিউ।

এই অভিযোগ করার পাশাপাশি কলকাতায় নিযুক্ত চীনের কনসাল জেনারেল রীতিমতো তথ্য পেশ করে বলেন রাজনৈতিক উদ্দেশ্যে কিছু মার্কিন সংবাদ মাধ্যম চীনে করনা নিয়ে গোটা বিশ্ব জুড়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করলেও ২০২০ সালে করোনা সংক্রমণের জন্য ভারত সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের যে সমস্ত হাজার হাজার ছাত্রছাত্রী চীন থেকে ফিরে আসতে বাধ্য হয়েছিলেন গত ৮ জানুয়ারি থেকে তারা অধিকাংশই আবার চিনে ফিরে গিয়েছেন নিজেদের পড়াশুনা সম্পূর্ণ করার জন্য। শুধুমাত্র কলকাতা থেকেই চীনের কনসুলেট অফিস কয়েক হাজার স্টুডেন্ট ভিসা অনুমোদন দিয়েছে গত দু মাসের মধ্যে। এর পাশাপাশি ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের উন্নতি ঘটানোর সঙ্গে সঙ্গে বাংলার সঙ্গে সাংস্কৃতিক বন্ধন আরো দৃঢ় করতে আগ্রহী চীনের শি জিনপিং সরকার। তবে তার জন্য কলকাতা থেকে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি বিমান পরিষেবা চালু করতে ভীষণভাবে আগ্রহী চীন। এই প্রসঙ্গে ঝা লিউ বলেন, চীনের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে ভারতীয় বিদেশ মন্ত্রক এবং অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে কলকাতা থেকে সরাসরি বিমান পরিষেবা চালু করার অনুমতি দেওয়ার জন্য। তাহলে আরও বেশি সংখ্যক ছাত্র-ছাত্রী কলকাতা তথা বাংলা থেকে চীনে পড়াশোনা করতে যেতে পারবে।চীনের আসন্ন চন্দ্র বর্ষের প্রাক নববর্ষ উদযাপন উপলক্ষে কলকাতায় চীনের কনস্যুলেটর পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল বর্ণাঢ্য বর্ষবরণের। চিনা ক্যালেন্ডার অনুযায়ী আগামী ২২শে জানুয়ারি থেকে চিনে শুরু হবে খরগোশের বছর। এই উপলক্ষে চীনের বিশিষ্ট নৃত্য প্রশিক্ষক জেমস লিয়াওর নেতৃত্বে প্রায় ৫০০ জনকে স্বাগত জানাতে ঐতিহ্যবাহী সিংহ নাচের আয়োজন করেছিলেন। চীনা নাগরিকদের অনেক আত্মীয় যারা কানাডায় বসবাস করেন কিন্তু এখন শহর পরিদর্শন করছেন তারা ইভেন্টে যোগ দিয়েছেন, সমগ্র সম্প্রদায়কে এক ছাদের নিচে একত্রিত করার জন্য কলকাতায় নিযুক্ত চীনের কনসাল জেনারেল ঝা লিউ বর্ণাঢ্য এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। যেখানে মদন মিত্র এবং দেবাশীষ কুমারের মতো তৃণমূল বিধায়কদের পাশাপাশি কলকাতা তথা দেশের প্রথম সারির বহু রাজনীতিবিদ কূটনীতিক এবং শিল্পপতিকে আহ্বান জানানো হয়েছিল।