Last Updated on March 9, 2023 6:33 PM by Khabar365Din
৩৬৫দিন। রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বদল হল। সম্প্রতি শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু জানিয়ে দিয়েছিলেন, রাজ্যের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে পদত্যাগ পত্র জমা দেওয়ার পর তাদের আবারও ৩ মাসের জন্য উপাচার্য পদে পুননিয়োগ করা হবে। এই ৩ মাসের মধ্যে সার্চ কমিটির নতুন উপাচার্যর খোঁজ করবে। সেই মতো উপাচার্যরা তাদের পদত্যাগ পত্র রাজ্যপালের হাতে তুলে দিলেও রবীন্দ্রভারতী, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মতো বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পুনঃনিয়োগ করা হল না। কারণ এতদিন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন সব্যসাচী বসু রায় চৌধুরী। উপাচার্য পদে তার দশ বছরের ওপরে সময়সীমা পার হয়ে গিয়েছিল। একই সঙ্গে তিনি আগেই উপাচার্য পদ থেকে অব্যাহতি চেয়েছিলেন। তাই তাকে রবীন্দ্রভারতীর দায়িত্বে ফিরিয়ে আনা হয়নি। রবীন্দ্রভারতীর নতুন উপাচার্য হলেন প্রখ্যাত সংস্কৃত বিশেষজ্ঞ ধ্যানেশনারায়ণ চক্রবর্তী পুত্র নির্মাল্যনারায়ণ চক্রবর্তী। পবিত্র চক্রবর্তী বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন শিবাজী প্রতিম বসু। নতুন নিয়ম অনুযায়ী ১০ বছর প্রফেসর পদে না থাকলে উপাচার্য হওয়া যাওয়া যাবে না। শিবাজী প্রতিম বসুর প্রফেসর প্রতি ১০ বছরের অভিজ্ঞতা নেই বলে তাকে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদে পুনরনিয়োগ করা সম্ভব হয়নি। শোনা যাচ্ছে, রাজ্যপাল সিভি আনন্দ বোস কড়াভাবে নিয়মের পালন করেন।ফলে শিবাজী প্রতিম বসু তিনি তার অধ্যাপনায় ফিরে গেলেন। এছাড়াও আরও ৪ জন উপাচার্য যারা দুটি করে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব সামলে আসছিলেন। যেমন দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সঞ্চারী রায় মুখার্জি তিনি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়েরও দায়িত্বে ছিলেন। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে ছিলেন ওম প্রকাশ মিশ্র, তার অতিরিক্ত দায়িত্ব ছিল দার্জিলিং পার্বত্য বিশ্ববিদ্যালয়ের। একইভাবে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিতা মুখার্জী, তিনি আবার মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়েরও দায়িত্ব ছিলেন। সোমা বন্দ্যোপাধ্যায় যিনি বিএড ইউনিভারসিটির উপাচার্য পদে রয়েছেন, ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত উপাচার্যের পদেও ছিলেন। এক্ষেত্রে যে সকল উপাচার্যের উপর অতিরিক্ত দায়িত্ব ছিল
তাদের কাছ থেকে ১ টি করে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব কম করা হল। সেই জায়গায় নতুন উপাচার্য নিয়োগ করা হয়েছে। যেমন দার্জিলিং পার্বত্য বিষয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়ে আসা হয়েছে প্রেম পোদ্দারকে। ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হল কাজল দে কে। তিনি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি অংকের অধ্যাপক পদে ছিলেন। তার আগে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়তেও অধ্যাপনা করেছেন। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স বিভাগের অধ্যাপক জ্যোৎস্না রানী মন্ডলকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের মেয়াদ বৃদ্ধির মামলার জেরে উপাচার্যের পদ সরে যেতে হয়। সহ উপাচার্য আশীষ চট্টোপাধ্যায়কে আগেই ২ মাসের উপাচার্যের পদের জন্য দুমাসের নিয়োগ পত্র দেওয়ায় আপাতত তিনি দায়িত্বে থাকছেন। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অনুরাধা লহিয়া শারীরিকভাবে অসুস্থ থাকায় তিনি, বাড়ি থেকে রাজভবনে তার পদত্যাগ পত্র পাঠান। তারও মেয়াদ রয়েছে। তাকে আবারও ৩ মাসের জন্য পুননিয়োগ করেছে রাজ্যপাল।