Last Updated on September 5, 2021 1:01 AM by Khabar365Din
৩৬৫ দিন। শান্তিনিকেতন। উপাচার্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ শুরু করল তৃণমূল ছাত্র পরিষদ। তিন পড়ুয়ার বহিষ্কারের প্রতিবাদে বিশ্বভারতীতে অব্যাহত আন্দোলন। হাইকোর্টের নির্দেশ মেনে বিশ্বভারতীর উপাচার্যের বাসভবন থেকে ৫০ মিটার দূরে ফের তৈরি করা হয়েছে অস্থায়ী প্রতিবাদী মঞ্চ। প্রতিবাদীদের আন্দোলনকে সমর্থন করে প্রায় দুই হাজারের বেশি সমর্থক নিয়ে বোলপুরের জেলা পরিষদের ডাকবাংলো ময়দান থেকে মিছিল শুরু করে তৃণমূল ছাত্র পরিষদ। মিছিলে উপাচার্যের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা যায় প্রতিবাদীদের।
উপাচার্য দুর হটো স্লোগানে সরব হয়ে মিছিল পৌঁছায় বিশ্বভারতীর সেন্ট্রাল অফিস যাওয়ার রাস্তার মূল ফটক পূরবী পর্যন্ত। এরপর হাইকোর্টের নির্দেশ কে মান্যতা দিয়ে মিছিলটি ফিরে যায় ফের ডাকবাংলা ময়দানে। এরপর তৃণমূল ছাত্র পরিষদের একটি প্রতিনিধিদল আন্দোলনকারী পড়ুয়াদের সাথে দেখা করে তাদের হাতে তুলে দেন শুকনো খাদ্য সামগ্রী ও পানীয়। তৃণমূল ছাত্র পরিষদের পক্ষে মুখপাত্র জামশেদ আলী খান বলেন উপাচার্য যেভাবে স্বৈরাচারী মনোভাব নিয়ে তিন পড়ুয়াকে বহিষ্কার করেছেন আমরা তাঁর বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রতিবাদ মিছিল করেছি, আগামী দিনেও চলবে আমাদের আন্দোলন।