স্বেচ্ছাচারী অনড় অটল
ভিলেন মোগাম্বো বিদ্যুৎ, নিরাপত্তারক্ষীদের হাতে ছাত্ররা আক্রান্ত

0

Last Updated on August 30, 2021 11:04 PM by Khabar365Din

৩৬৫ দিন । শান্তিনিকেতন । যত দিন যাচ্ছে তীব্র হচ্ছে বিশ্বভারতীতে পড়ুয়াদের আন্দোলন। শুক্রবার দিন থেকে শুরু হওয়া ঘেরাও ও অবস্থান জারি রয়েছে উপাচার্যের বাসভবন পূর্বিতায়। ইতিমধ্যে প্রতিবাদী মঞ্চ তৈরি করে রবীন্দ্র সংগীত গেয়ে প্রতিবাদ করা চলছে। বাজছে সানাই ও। উপাচার্যের বিরুদ্ধে সোচ্চার হয়ে সোমবার বোলপুর শান্তিনিকেতন জুড়ে একটি প্রতিবাদ মিছিল করেন এসএফআই সমর্থক ও বোলপুরের নাগরিকরা। এদিকে উপাচার্যের বাসভবনের মূল ফটকের সামনে ব্যানার ও ফেস্টুন লাগানোকে কেন্দ্র করে প্রবল উত্তেজনার সৃষ্টি হলো শান্তিনিকেতনে। প্রবল ধ্বস্তাধ্বস্তি হয় পড়ুয়াদের সাথে বিশ্বভারতী নিরাপত্তাকর্মীদের।

আধ ঘণ্টার বেশি সময় ধরে চলে ধস্তাধস্তি। তবে ব্যানার ও ফেস্টুন লাগাতে সফল হয় পড়ুয়ারা। এদিকে, আন্দোলন চলাকালীন বেশকিছু অধ্যাপক ও কর্মীদের ফেস্টুনে নাম উল্লেখ করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আন্দোলনকারী পড়ুয়ারা। যারা উপাচার্যের ঘনিষ্ঠ হলে পরিচিত হলেও তারা পড়ুয়াদের আন্দোলনকে প্রত্যক্ষ ও আর্থিক ভাবে সাহায্য করছেন বলে পরুয়াদের দাবি। যদিও পড়ুয়াদের আন্দোলনের জেরে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী এক মাসের খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী মজুদ করে রেখেছেন বলে জানা গেছে বিশ্বভারতীর একটি সূত্রে। সামগ্রিকভাবে নতুন করে আন্দোলনের রূপরেখা তৈরি হওয়ায় উত্তাল শান্তিনিকেতন তবে কর্তৃপক্ষ তাদের অনড় অবস্থানে রেখেছেন। এখনও কোন রকম প্রতিক্রিয়া বা বিবৃতি প্রকাশ করেনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here