১০৪ বছরের ঐতিহ্যশালী আলাপিনী সিল হল

0

Last Updated on January 2, 2021 10:49 PM by Khabar365Din

৩৬৫ দিন । সীমাহীন দাদাগিরির নিদর্শন বিশ্বভারতীর উপাচার্যের। বিশ্বভারতীর আলাপনি সমিতির ঘর জোর করে সীল করে দিল বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী।এই ঘটনায় হতবাক বিশ্বভারতীর প্রাক্তনী থেকে শুরু করে আশ্রমিকরা। নিন্দার ঝড় উঠেছে শান্তিনিকেতন জুড়ে। আলপনী সমিতির সভানেত্রী অপর্না দাস মহাপাত্র জানিয়েছেন, আমরা আশ্রমের অবিচ্ছেদ্য অঙ্গ, গত 10 ই ডিসেম্বর আলাপিনী মহিলা সমিতি কে আম্রকুঞ্জ এর পাশে থাকা তাদের বৈঠক বাড়িটি কে ছেড়ে দেবার নোটিশ দেয় বিশ্বভারতী কর্তৃপক্ষ। কিন্তু সমিতির 104 বছরের ঐতিহ্য কে সামনে রেখে ঘরনা ছাড়া সিদ্ধান্ত নেয় সদস্যরা। ১৯১৬ সালে এই সমিতির শুভ সূচনা হয়েছিল। বিষয়টি নিয়ে ইতিমধ্যে আলাপিনী মহিলা সমিতি বিশ্বভারতীর আচার্য তথা দেশের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছে । সমস্যার সমাধান চেয়ে রাষ্ট্রপতিকে চিঠি দেওয়া হয়েছে। বিশ্বভারতী সূত্রে খবর, আশ্রমের প্রথমদিকে গ্রেসন গ্রীন নামে এক বিদেশিনি শান্তিনিকেতনে আসেন , যিনি ধাত্রীবিদ্যায় পারদর্শী ছিলেন। তিনি আশ্রমের মেয়েদের প্রাথমিক প্রাথমিক চিকিৎসা সম্পর্কে অবগত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here