ভাজপায় বিদ্রোহ
শুভেন্দুর বিরুদ্ধে ক্ষোভ, দলে বি টিম গড়েছে

0

Last Updated on March 12, 2022 12:49 PM by Khabar365Din

৩৬৫দিন। অনেকদিন ধরেই শুভেন্দুর (Suvendu Adhikari) বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, দলে থাকলেও রাজ্য নেতৃত্বকে কার্যত উপেক্ষা করে বিধায়কদের নিয়ে ভাজপার বি টিম তৈরি করেছেন বিরোধী দলনেতা। এবার এই অভিযোগকে সামনে রেখেই শুভেন্দু অ্যান্ড কোম্পানির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিল রাজ্য নেতৃত্ব একাংশ। তাই শুক্রবার নিজাম প্যালেসে বিধায়কদের ডেকে সমন্বয় বৈঠক করেন সুকান্ত মজুমদাররা (Sukanta Majumdar)। এদিন রাত পর্যন্ত বৈঠক চলে। সূত্রের খবর, বৈঠকে রাজ্য নেতারা অভিযোগ করেন শুভেন্দুর নেতৃত্বে বিধায়করা নিজেদের মতোই দল চালাচ্ছে। জেলার নেতৃত্বর কথা শুনছেন না বিধায়করা। এমনকি দলকে অন্ধকারে রেখেই কর্মসূচি পালন করছে তারা। এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য রাজ্যের শীর্ষ নেতৃত্ব দু মাস অন্তর অন্তর বিধায়ক রাজ্য নেতাদের সঙ্গে সমন্বয় বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে।

দল ও বিধায়ক যে এক সেটা বোঝাতে জেলা নেতাদের সঙ্গেও কথা বলবে মুরলীধর সেন লেনের কর্তারা। পাশাপাশি জেলাতেও সমন্বয় কমিটি গঠন করবে ভাজপা। যাতে জেলার শীর্ষ নেতাদের সমন্বয় করে বিধায়করা কাজ করতে পারেন। এছাড়াও বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর থেকেই একের পর এক জন বিধায়ক রা দল ছেড়ে শাসক দলের নাম লিখিয়েছেন। যার ফলে বারবার বেকায়দায় পড়তে হয়েছে রাজ্য ভাজপাকে (BJP West Bengal)। তাই এদিনের বৈঠকে বিধায়কদের সংঘঠিত থাকারও বার্তা দিয়েছেন ভাজপা সভাপতি।এদিকে, আগামী ১৫ এপ্রিলের পর নবান্ন অভিযান করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here