Last Updated on September 20, 2020 2:56 AM by Khabar365Din
৩৬৫দিন। রাজ্যে ৯২টি কোভিড হাসপাতালের ১২,৬৭৫টি বেডেই এই মুহূর্তে অক্সিজেনের ব্যবস্থা রেখেছে রাজ্য সরকার। কভিড চিকিৎসায় যেখানে অন্যান্য রাজ্যগুলোতে অক্সিজেনের উৎপাদন ও যোগানে ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে, সেখানে বাংলায় ১০০ শতাংশ কোভিড বেডেই অক্সিজেনের ব্যবস্থা রাখা হয়েছে। চিকিৎসা পরিকাঠামোর উন্নয়নে রাজ্যের এই ধরনের প্রয়াসের ভূয়সী প্রশংসা করলেন কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব রাজীব গাওবা। একই সঙ্গে রাজ্যের সুস্থতার হার নিয়েও সন্তোষ প্রকাশ করেছেন তিনি। এই মুহূর্তে বাংলায় করোনার সুস্থতার হার ৮৬.৮৬ শতাংশ। যেখানে দেশে সুস্থতার হার ৭৭শতাংশ। রাজ্যগুলোর করোনা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করতে কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব শনিবার ১২ রাজ্যের মুখ্য সচিব ও স্বাস্থ্য সচিবদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে পশ্চিমবঙ্গ সহ মহারাষ্ট্র, কর্ণাটক, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, ওড়িশা, ছত্রিশগড়, তেলেঙ্গানা,কেরালা, দিল্লি ও পাঞ্জাবের মুখ্যসচিব ও স্বাস্থ্য সচিব উপস্থিত ছিলেন। এদিন বৈঠকে ক্রমাগত বাড়তে থাকা সংক্রমণের কারণে রাজ্যগুলোকে অক্সিজেনের উৎপাদন ও সরবরাহের উপর বিশেষ নজর রাখতে বলেন কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব। সেখানেই রাজ্যের তরফ থেকে জানানো হয় অক্সিজেনের উৎপাদন ও সরবরাহের ক্ষেত্রে বাংলায় কোন সমস্যা নেই। বরং এই মুহূর্তে ১০০শতাংশ কোভিড বেডেই অক্সিজেনের ব্যবস্থা রাখা হয়েছে। একই সঙ্গে রাজ্যের আগাম প্রস্তুতি স্বরূপ ৭৯০ ভেন্টিলেশন ও ১২৪৩ আইসিইউ বেডের পরিসংখ্যানও তুলে ধরা হয়। পাশাপাশি ক্রিটিক্যাল পেসেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে ২৪ ঘন্টা নজরদারি, টেস্টিং সংখ্যা বৃদ্ধি, টেলিমেডিসিন ব্যবস্থাসহ একাধিক উদ্যোগও তুলে ধরা হয়। রাজ্যের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এদিন ভূয়সী প্রশংসা করেন কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব।