বিশ্বভারতীর হাত থেকে রাস্তা ফেরত রাজ্যের

0

Last Updated on December 28, 2020 8:35 PM by Khabar365Din

বােলপুর থেকে শুভায়ন বন্দ্যোপাধ্যায়


৩৬৫ দিন। শ্রীনিকেতন শান্তিনিকেতন এর মধ্যে শতাব্দীপ্রাচীন রাস্তা বিশ্বভারতীর হাত থেকে ফিরিয়ে নিল রাজ্য সরকার। সোমবার বোলপুরে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রী বলেন,শ্রীনিকেতন শান্তিনিকেতন এর মধ্যে শতাব্দী প্রাচীন রাস্তাটি যেটা পূর্ত দফতরে অধীনে থাকার কথা, শিক্ষা ভবনের মোড় থেকে কাঁচা মন্দির পর্যন্ত সব রকম মালবাহী যান চলাচল সবসময়ের জন্য বিশ্বভারতী বন্ধ করে দিয়েছে। আগে, সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত জেলাশাসকের অধীনে থাকতে এই যান চলাচল ব্যবস্থা। অনুরোধ করে রাস্তাটি নিজেদের দখলে নিয়েছিল। আজ বৈঠকে আসার আগে আমি ফাইলে সই করে এসেছি। রাস্তাটা রাজ্য ফিরিয়ে নিচ্ছে। আজ সকালে আশ্রমিকরা আমার বাড়িতে এসেছিলেন। তাদের অভিযোগ, এই রাস্তাটি তে কোন ছোটখাটো নির্মাণ, রক্ষণাবেক্ষণের কাজ করতে দিচ্ছে না বিশ্বভারতী। অরূপ বিশ্বাস আমাকে ফাইলটি দেয়। আমি আজই সই করে এসেছি। এই সমস্যার সমাধান হয়ে গিয়েছে। নন্দলাল বসু, খিতিমোহন সেন সহ সর্বোপরি রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাদের ঐতিহ্য হারিয়ে ফেলেছে। প্রসঙ্গত, বোলপুরে গড়ে উঠছে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়। একদা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বপন দত্ত এখন রাজ্য সরকারের বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় এর উপাচার্য হিসেবে নিয়োগ হয়েছেন। প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রী তাকে নির্দেশ দেন, এখানে বসন্ত উৎসব বন্ধ করে দেয়া হয়েছে, ঐতিহ্যমন্ডিত বিশ্বভারতীতে বন্ধ হয়ে গিয়েছে গতিবিধি, পাঁচিল দিয়ে কংক্রিটে ঘিরে ফেলা হচ্ছে গোটা বিশ্বভারতীকে। বিশ্ব বঙ্গ বিশ্ববিদ্যালয় দায়িত্ব নিয়ে আপনি সব ঐতিহ্য ফিরিয়ে আনুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here