৭১০৪ শিক্ষক নিয়োগ করবে রাজ্য সরকার

0

Last Updated on September 14, 2021 12:53 AM by Khabar365Din

৩৬৫ দিন।‌ রাজ্যের বিভিন্ন জেলায় মাধ্যমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ৩১৭৯টি শূন্য পদ তৈরি করছে রাজ্য সরকার। একই সঙ্গে ৩৯২৫ টি শূন্যপদ পূরণ করে মোট ৭১০৪টি শিক্ষক নিয়োগ করবে রাজ্য সরকার। সোমবার রাজ্য মন্ত্রিসভায় এ বিষয়ে স্বীকৃতি দেওয়া হয়েছে। এদিন মন্ত্রিসভার বৈঠকের পরে সিদ্ধান্তের কথা জানান মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। প্রসঙ্গত, উ২৪ পরগনা, মালদায় প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ৩১৭৯ শুন্যপদ তৈরি করা এবং ও ৩৯২৫ পদ পূরণ করা হবে।‌ এদিন রাজ্য মন্ত্রিসভায় ছোট মাঝারি শিল্পের জন্য একাধিক প্রকল্পকে ছাড়পত্র দেওয়া হয়েছে। কলকাতায় ও তার সংলগ্ন এলাকায় বিশাল জায়গা জুড়ে প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল পার্ক করা যাবে। ওয়ার হাউসিং ও লজিস্টিক যুক্ত করা হবে। পাশাপাশি এক্ষেত্রে কোল্ড স্টোরেজ করা যাবে।

অন্যদিকে এমএসএমিইতে সিংগল উইন্ডো সিস্টেমের ওপর সার্বিক জোর দেওয়া হয়েছে। ১০০ ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ার লক্ষ্য রাখা হয়েছে। ইনসেনটিভের ক্ষেত্রে তিনটি ধাপে দেওয়া হবে। ট্যুরিজম সার্ভিসের ক্ষেত্রে ক্যাটাগরি অনুযায়ী প্রশিক্ষণ দিয়ে নির্দিষ্ট ব্যক্তিকে সার্টিফিকেট দেওয়া হবে। এর ফলে কর্ম সংস্থান আরো বাড়বে। অন্যদিকে, ৫ হাজারের ওপর ইটভাটা আছে রাজ্যে। ইট ভাটাকে আর খনির নিয়মে ফেলা হবে না। ১.৫ মিটার পর্যন্ত মাটি খোঁড়াকে ননমাইনিং অ্যাক্টিভিটি ধরা হবে। এ বিষয়ে দিন রাজ্য মন্ত্রিসভায় স্বীকৃতি দিয়েছে। ইটভাটাকে আইনের আওতায় আনার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এর জন্য মন্ত্রীগোষ্ঠী তৈরি হবে। প্রাইভেট মেডিকেল কলেজ আরো ৬ টা হচ্ছে রাজ্যে। সেখানে প্রাইভেট মেডিকেল কলেজের ক্ষেত্রে বেডের ন্যুনতম সংখ্যা ৩০০ থাকায় তারা সেই সংখ্যক বেডের সরকারি হাসপাতাল তিন বছরের জন্য ব্যবহার করতে পারবে। তার বেশি চাইলে, নির্দিষ্ট ভাড়া নেবে রাজ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here