নতুন পার্টি সম্পাদক, সুজন কেন নয়?

0

Last Updated on March 16, 2022 1:54 AM by Khabar365Din

বামরামের অন্যতম প্রবর্তক হলেও, সুজন চক্রবর্তীকেই (Sujan Chakraborty) এই দুঃসময়ে একমাত্র যোগ্য রাজ্য পার্টি সম্পাদক হিসেবে চান অধিকাংশ কমরেড, আমি জানি। এটাই স্বাভাবিক। সুজনের অবশ্যই নেতৃত্বগত কোয়ালিটি এখন সবার থেকে বেশি। কিন্তু সুজন পার্টি সম্পাদক হলে আলিমুদ্দিনের দেবতাদের যথেচ্ছাচারে বেশ অসুবিধা হবে।

সুজনের জনসমর্থন আছে। তাই আলিমুদ্দিনের দেবতাদের পুরোনো স্টাইলে এ প্লাসকে সন্তর্পণে সরিয়ে রেখে ওয়াই আর জেড অর্থাৎ সেলিম (Md. Salim) আর শ্রীদীপের (জোকার বিশেষ) মধ্যে প্রতিযোগিতা লাগিয়ে দিল। বাহবা নন্দলাল, লাল সেলাম কমরেড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here