কলকাতায় ১৫০০ কোটি টাকা বিনিয়োগ করে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার তৈরি হবে, হবে কর্মসংস্থান

0

Last Updated on March 21, 2023 9:22 PM by Khabar365Din

৩৬৫ দিন। পূর্ব ভারতের মধ্যে প্রথম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের শাখা খুলতে চলেছে কলকাতায়। আজ আনুষ্ঠানিকভাবে কলকাতায় এসে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পূর্বাঞ্চলীয় সদর দপ্তর তৈরির জন্য মৌসাক্ষর করলেন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট স্কট ওয়াং।
প্রস্তাবিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পূর্বাঞ্চলীয় সদর দপ্তর তৈরি হবে নিউটাউনের নব দিগন্ত টাউনশিপ অথরিটির অধীনস্থ জমিতে। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার অ্যাসোসিয়েশনের এশিয়া প্যাসিফিক রিজিয়নের ভাইস প্রেসিডেন্ট স্কট ওয়াং আজ কলকাতায় এসে প্রাথমিক লাইসেন্স এগ্রিমেন্ট বা তৈরীর জন্য চুক্তি স্বাক্ষর করেন মার্লিন গ্রুপের চেয়ারম্যান সুশীল মোহতার সঙ্গে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্লিন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সাকেত মোহতা।

বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের জন্য ১৯৭০ সালে তৈরি হয়েছিল ওয়ার্ল্ড ট্রেড সেন্টার অ্যাসোসিয়েশন। বর্তমানে বিশ্বের ১০০ দেশে ২০০-র বেশি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের শাখা রয়েছে। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট স্কট ওয়াং এর সঙ্গে মৌ স্বাক্ষর করার পরে মার্লিন গ্রুপের চেয়ারম্যান সুশীল মোহতা জানান, বাংলায় ওয়ার্ডপ্রেড সেন্টার অ্যাসোসিয়েশনের পূর্বাঞ্চলীয় সদর দপ্তর তৈরি হলে পৃথিবীর সমস্ত দেশের সঙ্গে বাংলা তথা পূর্ব ভারতের বাণিজ্যিক আদান-প্রদান বৃদ্ধির পাশাপাশি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার অ্যাসোসিয়েশনের সদস্য রাষ্ট্রগুলির বণিক সভাগুলির সঙ্গে যুক্ত বিনিয়োগকারীরা বাংলা তথা পূর্ব ভারতে আরও বেশি করে বিনিয়োগে আগ্রহ বোধ করবেন। সামগ্রিকভাবে বাংলার রাজস্ব বৃদ্ধির পাশাপাশি প্রাথমিকভাবে শুধুমাত্র পূর্বাঞ্চলীয় সদর দপ্তর তৈরি হওয়ার পরেই এখানে কর্মসংস্থান তৈরি হবে ৩০ হাজারের বেশি।
কলকাতা তথা পূর্ব ভারতে এই প্রথম ওয়ার্ল্ড ট্রেড সেন্টার অ্যাসোসিয়েশন নিজেদের দপ্তর খুললেও এর আগে ভারতের মধ্যে নিজেদের শাখা দফতর খুলেছে মুম্বই, বেঙ্গালুরু, নয়াদিল্লি, পুনে এবং নয়ডাতে।

মার্লিন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সাকেত মোহতা জানান, রাজারহাটের প্রায় ৩৫ লক্ষ স্কোয়ার ফিট জায়গায় প্রায় ১৫০০ কোটি টাকা বিনিয়োগ করে তৈরি হবে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পূর্বাঞ্চলীয় সদর দপ্তর। প্রস্তাবিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পূর্বাঞ্চলীয় সদর দপ্তর এলাকায় তৈরি হবে একটি ফাইভ স্টার বিলাসবহুল হোটেল, অসংখ্য তথ্য প্রযুক্তি সংস্থার অফিস, এক্সিবিশন সেন্টার, কনফারেন্স হল, বিজনেস ক্লাব। প্রসঙ্গত, ২০১৩ সালের ১ অগস্ট মুম্বইয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে মমতার উদ্যোগে মুম্বইতে বসেছিল বাণিজ্য সম্মেলন। ওই সম্মেলনেই কলকাতায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টার গড়ার প্রস্তাব দেন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার অ্যাসোসিয়েশনের আধিকারিকরা। জানা গিয়েছে, নিউটাউনের সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টে ওই প্রকল্পের জন্য চার একর জমি দিতে রাজি রয়েছে রাজ্য সরকার। সেখানই গড়ে উঠবে এই সেন্টার।
চলতি মাসেই বিধানসভা অধিবেশন শেষ হওয়ার পর মমতা জানিয়েছিলেন, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের এক প্রতিনিধিদল ২১ মার্চ কলকাতায় আসতে চলেছে। কলকাতায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টার তৈরি হলে রাজ্যে কর্মসংস্থান বাড়বে। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, এই সেন্টারের ফলে বাংলায় পা রাখবে বড় বড় বহুজাতিক সংস্থাগুলি। বাণিজ্যিক দিক দিয়ে বাংলা আরও এগিয়ে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here