Last Updated on August 29, 2020 10:40 AM by Khabar365Din
৩৬৫ দিন: অ্যালেক্সি ন্যাভালনিকে রেডিও অ্যাকটিভ বিষ নভোচক প্রয়োগ করে হত্যার জন্য পুতিন সরকারের চক্রান্তের কথা প্রকাশ্যে আসতেই কার্যত গোটা পৃথিবী জুড়ে তীব্র নিন্দা এবং সমালোচনার মুখে পড়েছে রাশিয়ার পুতিন সরকার। আজ সকালেই জার্মানির তরফ এ জানানো হয় তারা এয়ার অ্যাম্বুলেন্স এর সাহায্যে সাইবেরিয়ার হাসপাতাল থেকে কোমায় আচ্ছন্ন
অ্যালেক্সি ন্যাভালনিকে বার্লিনের হাসপাতালে নিয়ে এসে চিকিতসা করাতে চান। প্রসঙ্গত বার্লিনের এই চ্যারিটি হসপিটাল অপ্রচলিত বিভিন্ন বিষের চিকিৎসায় বিশ্বের এক নম্বর বলে পরিচিত। কিন্তু ন্যাভালনির স্ত্রী ইয়ুলিয়া সরাসরি ভ্লাদিমির পুতিনের কাছে চিঠি লিখে তাকে জার্মানিতে নিয়ে যাওয়ার অনুরোধ করা সত্ত্বেও এখনো পর্যন্ত রাশিয়া তাতে সম্মত হয়নি। তবে রেডিও একটিভ বিষ নভোচক প্রয়োগের পরে তার চিকিৎসার জন্য কার্যত গাছাড়া ভাব দেখানো নিয়ে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করে বৃটেনের সমস্ত সাংসদেরা। এমনকি ফ্রান্সের রাষ্ট্রপতি নিজেও উদ্যোগী হয় ফ্রান্সের সামরিক বাহিনীর বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে বার্লিনে পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন। জার্মানির চ্যান্সেলর এবং ফ্রান্সের রাষ্ট্রপতি যৌথ বিবৃতি দিয়ে তাকে নিজেদের দেশে রাজনৈতিক আশ্রয় দেওয়ার কথা ঘোষণা করেছেন।
এরপরে বিশ্বজোড়া এই আন্তর্জাতিক চাপের মুখে নতি স্বীকার করে কিছুক্ষণ আগে জার্মানির পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স সাইবেরিয়ার ওমস্ক শহরে নামার অনুমতি দেওয়া হয় এবং জার্মান ডাক্তারদের অনুমতি দেওয়া হয় কিছুক্ষণের জন্য ন্যাভালনিকে পরীক্ষা করার।
ন্যাভালনির ওপর ২০১৭ সালে অ্যান্টিসেপটিক রং দিয়ে হামলা চালানো হলে তার ডান চোখ রাসায়নিক থেকে গুরুতর পুড়ে যায়।