Last Updated on August 31, 2020 11:25 AM by Khabar365Din
৩৬৫দিন। চীনের শানশি প্রদেশের শিয়াংফেন কাউন্টিতে হোটেল ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ২৯জন। রবিবার এখবর জানিয়েছে চীনের জাতীয় সংবাদ সংস্থা শিনহুয়া। স্থানীয় সময় শনিবার সকালে একজনের ৮০ বছরের জন্মদিনের উৎসব চলাকালীন দোতলা ওই হোটেলটি ভেঙে পড়েছিল। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল ১৭জনের। খবর পেয়ে উদ্ধারকাজে নামে পুলিশ, দমকল, স্থানীয় প্রশাসন এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। তাদের সাহায্য করেন স্থানীয় মানুষজন।
রবিবার ভোরে শেষ হয়েছে উদ্ধারকাজ। মোট ৭০০জন কর্মী উদ্ধারকাজে নিযুক্ত ছিলেন বলে জানা গিয়েছে। ৫৭জনকে ধ্বংসস্তুপের তলা থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। জখম মোট ২৮জন। তাঁদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। তবে তাঁদের প্রাণ সংশয়ের আশঙ্কা নেই বলে জানানো হয়েছে হাসপাতালের তরফে। বাকি ২১জনের চোট কম সামান্য হওয়ায় তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। হোটেল ভেঙে পড়ার কারণ অনুসন্ধানে নেমেছে চীন সরকারের স্টেট কাউন্সিল। তাদের সহায়ক হবে প্রাদেশিক প্রশাসন।