মেসি, রোনালদোদের সঙ্গে অমিতাভ বচ্চন

0

Last Updated on January 21, 2023 8:46 PM by Khabar365Din

৩৬৫দিন। গতকাল সন্ধ্যায় রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে রোল্ডোর নেতৃত্বে রিয়াদ অল স্টার ও মেসির নেতৃত্বে পিএসজির মধ্যকার প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন । খেলা শুরুর আগে মাঠে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করেছেন অমিতাভ বচ্চন।

কুশল বিনিময়ের ফাঁকে মেসি ও রোনালদোর সঙ্গে সংক্ষিপ্ত আলাপ সারতে দেখা গেছে তাঁকে। মেসি, রোনালদো ছাড়াও নেইমার, এমবাপ্পের সঙ্গে দেখা হয়েছে তাঁর। ম্যাচটি পিএসজি জিতেছে। বৃহস্পতিবারের এই দুর্দান্ত সন্ধ্যা সম্পর্কে শুক্রবার সকালে টুইট করেছেন অমিতাভ।

টুইটারে এ ব্যাপারে কথা বলতে গিয়ে অমিতাভ ভিডিয়ো শেয়ার করেছেন এবং লিখেছেন, রিয়াদের সন্ধ্যা। দারুণ। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসি, এমবাপে, নেইমাররা একসঙ্গে খেলছিলেন। সেই খেলা উদ্বোধন করতে গিয়েছিলাম আমি। অসাধারণ। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিয়োতে দেখা যাচ্ছিল, অমিতাভ মাঠে এগিয়ে আসছেন খেলার উদ্যোক্তাদের সঙ্গে।

তারপর তিনি দেখা করেন প্রত্যেক খেলোয়াড়ের সঙ্গে। হাত মেলান মেসি, রোনাল্ডো, এমবাপে, নেইমারদের সঙ্গেও। ফুটবল তারকাদের সঙ্গে দাঁড়িয়ে থাকা ছোট-ছোট বাচ্চা ছেলেরাও এদিন অমিতাভকে দেখে অবাক হয়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here