Last Updated on August 30, 2020 1:47 PM by Khabar365Din
৩৬৫ দিন। এখনও কোমাতে থাকলেও বিরোধী নেতা আলেক্সই লাভালনির শারীরিক অবস্থা স্থিতিশীল । নতুন করে কোনও অবনতি ঘটেনি । শনিবার একটি বিবৃতিতে জানাল জার্মানির চ্যারিটি হাসপাতাল
সন্দেহজনক বিষপ্রয়োগের শিকার বার্লিনের যে হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন, সেখান থেকে এমন তথ্য দেয়া হয়েছে। তবে অবস্থার উন্নতি ঘটলেও ৪৪ বছর বয়সী এই রাজনীতিককে ভেন্টিলেটরও সরানো হয়নি। তিনি গভীর কোমায় আচ্ছন্ন ।বিখ্যাত চ্যারিটি হাসপাতাল এক বিবৃতিতে জানায়, তার অবস্থা গুরুতর, তবে প্রাণের ঝুঁকি অনেকটাই কমানো গেছে ।তবে তার শরীরে যে কোলিনস্টেরেস নার্ভ এজেন্ট প্রয়োগ করা হয়েছে তার ফলে মস্তিষ্কের সংকেত সংবাহী স্নায়ু গুলো আক্রান্ত হয়েছে ।তাঁর জ্ঞান না ফেরা পর্যন্ত কিছু বলা যাবে না ।২০ অগাস্ট সাইবেরিয়ার তমস্ক থেকে রাজধানী মস্কো যাওয়ার পথে বিমানের ভেতরেই এ রাজনীতিক গুরুতর অসুস্থ হয়ে পড়েন। নাভালনিকে হাসপাতালে নিতে বিমানটি সাইবেরিয়ার ওমস্কে জরুরি অবতরণও করে।তমস্কে বিমানে ওঠার আগেই ক্রেমলিনের কট্টর সমালোচক নাভালনিকে বিষপ্রয়োগ করা হয়েছিল বলে ধারণা তার সমর্থকদের।বিমানবন্দরে পুতিনবিরোধী এ নেতা চা পান করার আগেই তার পানীয়তে বিষ মিশিয়ে দেয়া হয়েছিল বলে সন্দেহ তাদের।