Last Updated on September 2, 2020 4:30 PM by Khabar365Din
বিট্টু রায় চৌধুরী। ৩৬৫ দিন। স্পেনে আবার নতুন করে কোভিড সংক্রমণ মাথা চাড়া দিয়ে উঠছে। ইতিমধ্যে পূর্ব ইউরোপের জার্মানি, গ্রিস, ইতালি, বেলজিয়ামেও নতুন করে কোভিড সংক্রমণ দেখা দিয়েছে। তবে এই দেশগুলোর মধ্যে স্পেনে আক্রান্তের সংখ্যা হুহু করে বৃদ্ধি পাচ্ছে বলে খবর। নিউইয়র্ক টাইমসে প্রতিবেদন মোতাবেক স্পেনে বর্তমানে প্রতি ১০ লক্ষে ১১৪ জনের শরীরে ভাইরাস থাবা বসাচ্ছে। এভাবে এখনও পর্যন্ত নতুন করে ৫৩ হাজারের মতো কোভিড কেস নথিভুক্ত হয়েছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালির থেকেও স্পেনে ভাইরাস দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। যাকে বলা হচ্ছে সেকেন্ড ওয়েভ।
কোভিড কেসের নিরিখে ইউরোপের দেশগুলোর মধ্যে স্পেন ভয়ঙ্করভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে। গোটা দেশে এখনও পর্যন্ত ৪ লক্ষ ৪০ হাজার কেস রেকর্ডে এসেছে। যার মধ্যে মৃতের সংখ্যা ২৯ হাজার। এই অবস্থায় ভাইরাসের দ্বিতীয় আক্রমণ রুখতে রাস্তায় সেনা নামিয়েছে স্পেন সরকার। সে সেনা কোভিড আক্রান্ত রোগীদের সংস্পর্শে আসা মানুষদের ট্র্যাক করে খুঁজে বের করার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত।
তবে বলা বাহুল্য, মৃত্যুর হারের নিরিখে অনেকটা স্বস্তিতে রয়েছে দেশটি। জানা যাচ্ছে, গত মে মাসে এই পরিসংখ্যান ১২ শতাংশে অবস্থান করছিল। বর্তমানে তা ৬.৬ শতাংশে নেমে এসেছে। একই সঙ্গে মধ্যবয়স্ক ব্যক্তিদের আক্রান্ত হওয়ার সংখ্যাও ৬০ থেকে নেমে ৩৭ শতাংশে অবস্থান করছে। চিকিৎসকরা জানাচ্ছেন, নতুন করে যাঁরা সংক্রমিত হচ্ছেন, তাঁদের মধ্যে ৫০ শতাংশের শরীরে কোনও উপসর্গ নেই। তবে ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলা করার কাজ শুরু হয়ে গিয়েছে এবং এতে ইতিবাচক সাড়াও মিলছে।
স্পেনের মালাগা হাসপাতালের চিকিৎসক মারিয়া ডেল মার ভাজকুয়েজ কোভিড চিকিৎসা প্রসঙ্গে বলেন, ভাইরাসের সঙ্গে কীভাবে লড়াই করতে হবে, সে বিষয়ে আমরা অভিজ্ঞতা অর্জন করেছি। এছাড়াও, পরিস্থিতি সামাল দিতে আমাদের কাছে এখন প্রয়োজনীয় পরিকাঠামো রয়েছে। জানা যাচ্ছে, সপ্তাহ শেষের দিকে মালাগা হাসপাতালে কাতারে কাতারে কোভিড রোগী চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। তবে প্রথম আক্রমণের পর ভাইরাস যেভাবে থাবা বসিয়েছিল, সেকেন্ড ওয়েব তার পুনরাবৃত্তি হবে না বলে জানাচ্ছেন চিকিৎসক মহল।