Last Updated on September 20, 2021 10:28 PM by Khabar365Din
৩৬৫ দিন। রাশিয়া বিশ্ববিদ্যালয়ে আততায়ী হামলায় মৃত্যু হল ৮ পড়ুয়ার। গুরুতর আহত হয়েছেন আরও ৬জন। কয়েক ঘণ্টার চেষ্টায় শেষ পর্যন্ত ওই আততায়ীকেও নিকাশ করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। সোমবার সকালে রাশিয়ার পার্ম স্টেট বিশ্ববিদ্যালয়ের একটি বিল্ডিংয়ে আচমকাই হামলা চালায় এক বন্দুকধারী কিশোর। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে সে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জন পড়ুয়ার। গুরুতর আহত হন প্রায় ১০ জন।
আহতদের হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছায় আধা সামরিক বাহিনী।তাঁদের ছোঁড়া গুলিতেই আততায়ী ঘটনাস্থলে মারা যায়। রাশিয়া তদন্তকারী সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, মৃত ওই দুষ্কৃতীর নাম তিমুর বেকমানসুরভ। তার বয়স মাত্র ১৮। তবে সব থেকে চাঞ্চল্যকর তথ্যটি হল তিমুরও ওই বিশ্ববিদ্যালয়েরই ছাত্র। তবে সে কেন তার সহপাঠীদের উপর এমন হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়।