Last Updated on August 17, 2021 12:07 AM by Khabar365Din
খবরের সূত্র: আল জাজিরা
৩৬৫ দিন। এমন অভাবনীয় ঘটনা কখনও দেখেনি গোটা বিশ্ব। দেশ ছাড়তে বেপরোয়া আফগানরা উঠে পড়ল উড়ন্ত প্লেনের ছাদে, ঝুলে পড়ল চাকায়। আজ সকালে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনায় মৃত্যু হয় পাঁচ জনের। তালিবানরা আফগানিস্তানের ক্ষমতা দখল করার আতঙ্কে অসহায় নাগরিকরা এখন দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে পালাচ্ছে। দেশের সমস্ত সীমানা আটকে দিয়েছে তালিবানরা। ফলে আকাশপথই আফগানিস্তান থেকে পালানোর একমাত্র পথ। কিন্তু সেখানেও তালিবানদের খবরদারি রয়েছে। যত সহজে বিদেশী নাগরিকদের কাবুল ছাড়ার ছাড়পত্র দিছে তালিবানরা, আফগানদের দিচ্ছে না। যদিও গুলি চলেনি কাবুলের কোথাও। একমাত্র সকালের দিকে রানওয়েতে ঢুকে পড়া মানুষদের ছত্রভঙ্গ করতে শূন্যে কয়েক রাউন্ড গুলি চালায় মার্কিন সেনাবাহিনী। তবে তাতে কেউ হতাহত হয়নি। ভারতের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে যে আফগানিস্তানের পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রয়েছে বিদেশ মন্ত্রকের। একইসঙ্গে আফগানিস্তানে ভারতীয় নাগরিকদের সঙ্গেও যোগাযোগ রাখা হয়েছে। যারা ফিরে আসতে চান তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। আজ কাবুলে বাণিজ্যিক বিমান চলাচল সাসপেন্ড করা হয়েছিল। ফলে এদিন এয়ার ইন্ডিয়ার বিমানে কাবুলে অবতরণ করানো যায়নি। রাশিয়ার তরফে জানানো হয়েছে, আফগানিস্তানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আশরাফ গনি প্রচুর নগদ টাকা নিয়ে সপরিবারে তাজিকিস্তানে চলে গেছেন। ওদিকে, রাষ্ট্রপুঞ্জের জাতীয় নিরাপত্তা পরিষদ আফগানিস্থানে তালিবান দখলের বিষয়টি নিয়ে আলোচনায় বসেছে। সবাই একযোগে তালিবানদের ক্ষমতা দখলের পদ্ধতি নিয়ে আপত্তি রয়েছে। তবে সবাই আশাবাদী যে তালিবানরা আফগানিস্তানের সাধারণ নাগরিকদের সুরক্ষা দেবে এবং আঞ্চলিক শান্তি ফেরাতে উদ্যোগী হবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অবশ্য আজ আফগানিস্তান নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি। তিনি ক্যাম্প ডেভিডে রয়েছেন, সফর বাতিল করে ওয়াশিংটনে ফিরবেন এমন কথা বলেননি।