বাংলাদেশ রফতানি বন্ধ করেছে, পুজোয় বাজার থেকে উধাও ইলিশ

0

Last Updated on October 10, 2021 12:10 AM by Khabar365Din

৩৬৫ দিন। পুজোয় ইলিশপ্রেমী বাঙালির রসনা তৃপ্তিতে সংশয়ের মেঘ। কারণ, একটাই। বাংলাদেশী উপহারের আমদানি নিয়ে টানাপোড়েন। ঝড়ের গতিতে দুই দফায় ভারতে ৪,৬০০ মেট্রিকটন ইলিশ আমদানির অনুমোদন দেয় বাংলাদেশ সরকার। কিন্তু, ৩ অক্টোবরের পর থেকেই বন্ধ হয়ে যায় আমদানি। ফলে, কলকাতার বাজারে ফিরতে চলেছে আগের অবস্থা। এমনই মনে করছেন ব্যবসায়ীদের একাংশ। তাঁদের বক্তব্য, বাংলাদেশ থেকে ৪,৬০০ মেট্রিকটন মাছ আসার বিষয়টি কার্যত অবাস্তব। তাই, এখনও কলকাতার বাজারে সামান্য কিছু মাছ থাকলেও কিছুদিনের মধ্যেই ইলিশশূন্য হবে বাজার। এই প্রসঙ্গে হগ মার্কেটের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক প্রদীপ সাউ জানান, ইতিমধ্যেই যোগান কমতে শুরু করেছে।

ফলে, ধীরে ধীরে দাম বাড়ছে। এখনও শুন্য হয়ে যায়নি বাজার। তবে, শুন্যতার দিকে যাচ্ছে এটা বলাই যায়। তিনি যোগ করে বলেন, কিছুদিন আগে যোগান যথেষ্ট থাকায় ইলিশের দাম কমে হয়ছিল ১২০০ টাকার (১ কেজি) কাছাকাছি। এখন যোগানে টান পড়ায় আবার বেড়েছে, দাম ১৩০০-১৪০০ টাকা। বাজারে মাছ থাকলেও খুবই কম। ৪ তারিখের পর আর নতুন মাছ ঢোকেনি বাজারে। ঠান্ডা ঘরে রাখা মাছ বিক্রি হচ্ছে এখন। অন্য এক ব্যবসায়ী জানাচ্ছেন, সাড়ে চার হাজার মেট্রিকটন মাছ পাঠানোর বিষয়টি অবিশ্বাস্য। আগেই জানা ছিল কোনভাবেই আসা সম্ভব নয়। এত মাছ রাজ্যে এলে জলের দরে মাছ বিকত বাজারে। উল্লেখ্য, গত ৩ তারিখ শেষ বাংলাদেশ থেকে রাজ্যে ঢোকে ইলিশ বোঝাই ট্রাক।র ৯৯ মেট্রিকটন ইলিশ এসেছে রাজ্যে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here