মুক্তি পেল মেরিলিন মনরো এর জীবন অবলম্বনে তৈরি বল্ড এর টিজার

0

Last Updated on June 25, 2022 6:20 PM by Khabar365Din

৩৬৫দিন। ঠিক যেন মেরিলিন মনরো। নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে মেরিলিন মনরো এর জীবন অবলম্বনে তৈরি ওয়েব সিরিজ বল্ড এর টিজার। সেখানে কিউবান অভিনেত্রী আনা ডে আরমাস কে দেখে বোঝার উপায় নেই যে তিনি আদতেও মেরোলিন মনরো নন। অবিকল সেই হাসি এবং চোখের চাউনি যেন পুনরায় ফিরে এসছেন মেরিলিন মনরো।

টিজারে আরমাসকে দেখার পর অনেক ভক্তের মুখে একটাই কথা—ঠিক যেন মনরো। ওয়েব ছবিটির গল্প সম্পর্কে যতটা জানা গেছে, তাতে বোঝা যাচ্ছে, এতে স্বর্ণযুগের হলিউড ছবির অন্যতম আইকনের প্রায় পুরো জীবনই উঠে আসবে। থাকবে দুঃস্বপ্নের মতো কাটানো শৈশব থেকে তারকা হয়ে ওঠার গল্প।

‘ব্লন্ড’ তৈরি হচ্ছে জয়েস ক্যারল ওটসের লেখা একই নামের উপন্যাস অবলম্বনে। আরমাস জানান, পর্দায় মনরো হয়ে উঠতে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন তিনি।

টিজার মুক্তির আগে দেওয়া এক সাক্ষাৎকারে আরমাস বলেছিলেন, মনরো কেমন, কেবল সে অভিজ্ঞতাই পুরো দুনিয়াকে বোঝাতে চাই না, চাই নর্মা জিনকেও মনরোর আসল নাম চেনাতে। আমরা এক বছর ধরে প্রায় প্রতিদিনই ছবিটির কাজ করেছি। আমি জয়েসের উপন্যাস পড়েছি, তাঁর শত শত আলোকচিত্র, ভিডিও ফুটেজ, অডিও রেকর্ড ও সিনেমা দেখেছি। সিনেমার প্রতিটি দৃশ্যই তাঁর কোনো না কোনো আলোকচিত্র প্রেরণায় তৈরি। ব্লন্ড নেটফ্লিক্সে মুক্তি পাবে ২৩ সেপ্টেম্বর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here