Last Updated on May 23, 2023 9:42 PM by Khabar365Din
৩৬৫ দিন। যেদিকে দু চোখ যায় শুধু গোলাপ, ড্যাফোডিল, লিলি, পিটুনিয়া, জারবেরা আর আরও কত নাম না জানা ফুলের জলসা। এই ফুলের জলসা শুরু হয়েছে ইংল্যান্ডের চেলসিতে। প্রতি বছরই এভাবে ফুল উৎসবের মাধ্যমে বসন্তকে স্বাগত জানায় চেলসি।

শুধু ফুল নয়, ফল গাছেরও নানা রকম সম্ভার রয়েছে এখানে। বাগানপ্রেমিরা সংগ্রহ করতে পারেন নিজেদের পছন্দ মত গাছ।

এই বছর 22 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত চলবে চেলসি ফ্লাওয়ার ফেস্টিভেল। ফুল সম্পর্কিট ফ্যাশন শো, ৱ্যাম্প ওয়াক, বডি পেন্টিং সহ একাধিক আকর্ষণীয় বিষয় থাকছে দর্শকদের সামনে ।

অনুষ্ঠানের উদ্বোধনে এসেছিলেন ব্রিটিশ রাজা চার্লস ও রানী ক্যামিলা। ছিলেন যুবরানী কেট মিডলটন। স্কুলের কচিকাঁচাদের সঙ্গে সময় কাটান তিনি।