Last Updated on August 16, 2021 10:42 PM by Khabar365Din
খবরের সূত্র: আল জাজিরা
৩৬৫ দিন। কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের অবস্থা অনেকটা হয়েছে বাস টার্মিনাসের মতো। সকাল থেকে তিল ধারণের জায়গা নেই বিমানবন্দরে। সবাই তালিবানরা ফের ক্ষমতায় ফিরে আসায় ত্রস্ত হয়ে এখন দেশ ছাড়তে চায়। টারম্যাকে দাঁড়িয়ে থাকা বিমানে ওঠার জন্য ধস্তাধস্তি করছে মানুষ। একটামাত্র সিঁড়ি লাগানো ছিল এক বিমানে। সেখানে মানুষে মানুষে গুঁতোগুঁতি করেছে। কেউ কেউ বিমানের পিছনে গিয়ে খুঁজেছে ভেতরে যাওয়ার পথ। বিমানবন্দর এলাকার সীমানায় কাঁটাতারের বেড়া উপেক্ষা করে বহু মানুষ ঢুকে পড়ে। তাদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তারক্ষীদের শূন্যে গুলি চালাতে হয়। পরিস্থিতি আয়ত্তে আনতে বিমানবন্দর থেকে বাণিজ্যিক উড়ান স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তালিবানদের হাতে আফগানিস্থানের ক্ষমতা সঁপে দেওয়ার পর কাবুল ত্যাগ করেন প্রেসিডেন্ট আশরাফ গনি। নিরাপদ দুরত্বে গিয়ে তিনি ফেসবুকে লেখেন, দেশের মানুষের সম্মান, সরকারি সম্পত্তি রক্ষা করা বা নিজেদের আত্মসংযমের দায়িত্ব এখন প্রশাসনের দায়িত্ব যারা নিয়েছেন, তাদের হাতে। গতকাল কাবুল দখলের পর আফগানিস্তানের কোথাও অবশ্য রক্তপাত হয় নি। গুলি চলেনি, মর্টারের আওয়াজ শোনা যায়নি। তালিবান প্রধান মোল্লা আবদুল গনি বরাদর সুশাসনের প্রতিশ্রুতি দিয়েছেন। গতবার তাদের শাসন ক্ষমতায় যে ভুল হয়েছিল, তিনি আশ্বস্ত করেছেন তার পুনরাবৃত্তি হবে না। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ এবং ন্যাটো পরিস্থিতির পর্যালোচনা করছে এবং প্রয়োজন হলে হস্তক্ষেপ করতে পারে এমন একটা মনোভাব পোষণ করেছে। আঞ্চলিক স্তরে তালিবানদের এই একতরফা ক্ষমতা দখল বহু দেশই মেনে নিতে পারছে না। তালেবান জঙ্গিদের মূল মদৎদাতা ইমরান খানের নেতৃত্বে পাকিস্তানের সমালোচনা করা হচ্ছে।