Last Updated on March 14, 2023 8:22 PM by Khabar365Din
৩৬৫ দিন। ইমরানের গ্রেফতারি নিয়ে ফের টান টান নাটক ! লাহোরে ইমরানের জার্মান পার্কের বাড়ি ফের ঘিরল পুলিশ। যদিও ইমরান বাড়িতেই আছেন কি না তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। এদিকে, প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে গ্রেফতারের খবর রটতেই শয়ে শয়ে তেহরিক-ই-ইনসাফ সমর্থক ইমরানের বাসভবনের সামনে হাজির হয়। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের খবর-ও পাওয়া গিয়েছে। সব মিলিয়ে ফের অগ্নিগর্ভ লাহোরের পরিস্থিতি। পাক সংবাদমাধ্যমের একাংশের দাবি, বিচারক এবং পুলিশকর্মীদের প্রকাশ্যে হুমকির অভিযোগে পাক আদালত জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারির পরে স্বতঃপ্রণোদিত হয়েই নাকি ইমরান ধরা দেবার ঘোষণা করেন।
সেই মত পুলিশ ইমরানের বাসভবনে আসে। যদিও এ ব্যাপারে পিটিআই-এর কোনও প্রতিক্রিয়া মেলেনি। গত ৫ মার্চ তোষাখানা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পরেও ইমরানকে ধরতে তাঁর লাহোরের বাড়িতে পুলিশি অভিযান হয়েছিল। কিন্তু তাঁর নাগাল পাওয়া যায়নি। পরে হাই কোর্ট তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেছিল। তোষাখানা মামলার শুনানির দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক জেবা চৌধুরীকে হুমকি দেওয়ার অভিযোগেই মামলা রুজু হয়েছিল ইমরানের বিরুদ্ধে। অর্থাৎ ইমরানের বিরুদ্ধে সব মিলিয়ে এখন দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।
আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, গ্রেফতার হবার ব্যাপারে ইমরান এখন জল মাপছেন। প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর টার্গেট হল পাকিস্তানে সাধারণ নির্বাচন। আইনি পথে তা সম্ভব না হলে দেশ জুড়ে আন্দোলন সংগঠিত করে সরকারকে অচল করে দিয়ে নির্বাচন করানো। কিন্তু ইমরান নিজেই যদি গ্রেফতার হয়ে যান তবে আন্দোলন ধাক্কা খাবে বলে মনে করছে পিটিআই নেতৃত্বের একাংশ আবার নেতৃত্বের অন্য অংশের মতে, শরিফ সরকারের পুলিশ ইমরানকে জেলে পুড়লে তা ইমরানকেই মাইলেজ দেবে। বীরের সম্মান পেয়ে যাবেন তিনি। সহানুভূতির হাওয়া থাকবে তার দিকে। এখন দেখার ইমরান নিজে ধরা দেন নাকি ইমরানের গ্রেফতারি ঘিরে পাকিস্থানে নতুন করে আগুন জ্বলে।