Last Updated on March 28, 2023 11:57 AM by Khabar365Din
৩৬৫ দিন। মার্কিন যুক্তরাষ্ট্রে ফের শিঙ্গাঙ্গনে বন্দুকবাজের হামলা। এবারেও হামলার লক্ষ্য এলিমেন্টারি স্কুল। ঘটনাস্থল ন্যাসভিল। এলোপাথারি গুলিতে ৩ শিশুর মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। পুলিশের পাল্টা গুলিতে খতম বন্দুকবাজ-ও। লাগাতার আমেরিকায় যে ভাবে একের পর পর স্কুল কলেছে বন্দুকবাজের হামলার ঘটনা বাড়ছে তাতে আরও একবার প্রশ্ন উঠছে সে দেশের আর্মস লাইসেন্সের বিধি নিষেধ নিয়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সোমবার সকালে আচমকাই ন্যাসভিলের কনভেন্যান্ট স্কুলে ঢুকে পড়ে এক বন্দুকবাজ। কিছু বুঝে ওঠার আগে ব্রাস ফায়ার শুরু করে দেয় সে। স্কুলের পড়ুয়া এবং শিক্ষকদের লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায় সে। গুলি চলার খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ।
আততায়ীকে আত্মসমর্পণ করতে বললে পাল্টা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় সে। শেষ পর্যন্ত অবশ্য পুলিশের গুলিতে প্রাণ যায় তার। মার্কিন সংবাদ মাধ্যমের দাবি, গুলি চলার সময় স্কুলে ৪০০- র বেশী পড়ুয়া ছিল। সকলেই নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণীর ছাত্র। ফলে ঘটনাস্থলে ৩ জনের দেহ উদ্ধার হলেও আদপে মৃতের হংখ্যা কত তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বেশ কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। ফলে মনে করা হচ্ছে আরো অনেকে গুলিবিদ্ধ হয়। ফলে জখমের সংখ্যা কত তা নিয়েও সন্দেহ রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বন্দুকবাজের পরিচয় পুলিশের তরফে জানানো হয়নি। কেন হামলা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে মেট্রোপলিটন ন্যাসভিল পুলিশ ডিপার্টমেন্ট।