Last Updated on March 5, 2023 8:57 PM by Khabar365Din
৩৬৫ দিন। প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারি ঘিরে অগ্নিগর্ভ লাহোর। রবিবার দুপুরে কয়েক হাজার পুলিশ ঘিরে ফেলে লাহোরে ইমরানের বাসভবন। খবর পেয়ে সেখানে পৌঁছে যায় বিশাল সংখ্যায় ইমরান অনুগামীরা। পুলিশ ইমরানের বাসভবনে ঢোকার চেষ্টা করলে বাধা দেয় পিটিআই সমর্থকরা। দু পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। অশান্তির জেরে গোটা লাহোর কার্যত দুর্গে পরিণত করা হয়েছে। একদিকে লাহোর পুলিশের দাবি আদালতের নির্দেশ রয়েছে ইমরানকে গ্রেফতারের পাল্টা ইমরান সমর্থকদের হুঁশিয়ারি ইমরানকে গ্রেফতার করতে গেলে তাদের লাশের ওপর দিয়ে যেতে হবে। আর এর মধ্যেই যাবতীয় অশান্তির দায় পাক সরকারের ওপর চাপিয়ে টুইট করেছেন ইমরান।
টুইটারে তিনি লিখেছেন, জোচ্চোর হাতে দেশের শাসনভার তুলে দিলে দেশের ভবিষ্যৎ আর কী হতে পারে! শাহবাজের নাম না করে তাঁকে ‘এসএস’ বলে উল্লেখ করে ইমরান টুইটে লিখেছেন, ‘‘এসএস-কে যখন একটি ৮০০ কোটি টাকার তহবিল তছরুপ এবং ১৬০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত করার প্রক্রিয়া চলছে, তখন তাঁকে বাঁচিয়ে দেশের প্রধানমন্ত্রীর পদে বসিয়ে দেন দেশের সেনাপ্রধান জেনারেল বাজওয়া। তার পর থেকে নিজের পিঠ বাঁচাতে একে একে ক্ষমতার অপব্যবহার করে তাঁর বিরুদ্ধে তদন্তকারী প্রধানদের সরিয়ে ফেলেছেন এসএস।’’ আদালত সূত্রে খবর, ক্ষমতায় থাকার সময় পাক তোশাগার থেকে কোটি কোটি টাকা নয়ছয়ে অভিযোগ রয়েছে ইমরানের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেন ইমরান। তাঁর পাল্টা দাবি ফাঁসানোর চেষ্টা হচ্ছে তাঁকে। এই মামলা এখনও বিচারাধীন হলেও বেশ কয়েকবার আদালতের নির্দেশ সত্ত্বেও হাজিরা দেননি ইমরান। তার পরেই ইমরানের গ্রেফতারির সম্ভবনা তৈরী হয়। যদিও ইমরান অনুগামীদের দাবি, শরিফ সরকার যে কোনও ভাবে ইমরানকে জেলে পুরতে চাইছে। এর আগে তার ওপর গুলি চলেছে। ষড়যন্ত্রের শিকার ইমরান। সব মিলিয়ে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর গ্রেফতারি ঘিরে ক্রমশ বাড়ছে উত্তেজনা।