রাশিয়াকে বয়কট মার্কিন পণ্যের, রাশিয়া থেকে বেরিয়ে গেল কোক,পেপসি, ম্যাক, স্টারবাকস

0

Last Updated on March 10, 2022 1:31 AM by Khabar365Din

৩৬৫ দিন। ইউক্রেনে হামলা শুরুর পর থেকেই রাশিয়ার ওপর পশ্চিমাদের একের পর এক নিষেধাজ্ঞা আসছে। মুখ ফিরিয়ে নিচ্ছে বিশ্বের নামীদামি সব প্রতিষ্ঠানও। এ তালিকায় এবার যোগ দিয়েছে কোমল পানীয় নির্মাতা প্রতিষ্ঠান কোকাকোলা (Coca Cola)ও পেপসি (Pepsi)। রাশিয়ায় ব্যবসায়িক কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়ে গতকাল মঙ্গলবার কোকাকোলার এক বিবৃতিতে বলা হয়, ‘ইউক্রেনে এই মর্মান্তিক ঘটনার অযৌক্তিক প্রভাব যেসব মানুষ সহ্য করছেন, আমরা তাঁদের পাশে আছি। অপরদিকে ইউক্রেনে (Ukraine)রুশ হামলার দিকে ইঙ্গিত করে পেপসি জানিয়েছে, রাশিয়ায় (Russia) পেপসি কোলা, সেভেন আপ ও মিরিন্ডা বিক্রি করবে না তারা। তবে শিশুদের ফর্মুলা দুধের মতো নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি চালু থাকবে। একইসঙ্গে ব্যবসা বন্ধের সিদ্ধান্ত ম্যাকডোনাল্ডসের (McDonald’s)। মস্কোর পুশকিন স্কোয়ারে ১৯৯০ সালে প্রথম ম্যাকডনাল্ডসের রেস্তোঁরা খুলেছিল। সেদিন প্রথমবার মার্কিন খাবারের স্বাদ পেতে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছিলেন রুশবাসীরা। এরপর সোভিয়েত ইউনিয়ন ভেঙেছে। বিশ্বায়নের জমানায় মার্কিন সামগ্রী হাতের মুঠোয় এসেছে রুশবাসীর। তবে ইউক্রেনে রুশ সেনার হামলা সব কিছু পাল্টে দিচ্ছে। সাধারণ রাশিয়ানদের জন্য। এর আগেই একাধিক বিদেশি সংস্থা রাশিয়া থেকে নিজেদের ব্যবসা গুটিয়েছে। আর এবার সেই তালিকায় নাম লিখিয়েছে পেপসি, কোকাকোলা। বন্ধ হচ্ছে ম্যাকডনাল্ডস, স্টারবাকসও (Starbucks)। আর এই ঘোষণার পরই মস্কোর ম্যাক’ডি রেস্তোঁরার ড্রাইভ-থ্রতে দেখা গেল লম্বা লাইন। শেষ বারের মতো নিজেদের পছন্দের মার্কিন খাবার খাওয়ার হিড়িক রাশিয়ানদের মধ্যে।ম্যাকডোনাল্ডের প্রেসিডেন্ট এবং সিইও ক্রিস কেম্পজিনস্কি কর্মীদের উদ্দেশে একটি খোলা চিঠিতে বলেছেন, ইউক্রেনে এই অপ্রয়োজনীয় মানবিক দুর্ভোগকে উপেক্ষা করতে পারি না, এটা আমাদের মূল্যবোধের পরিপন্থী। ম্যাক্ডনাল্ডস আপাতত রাশিয়ায় তাদের ৮৫০ আউটলেট বন্ধ করে দিচ্ছে। তবে ম্যাকডনান্ডে কাজ করা প্রায় ৬২ হাজার কর্মীদের বেতন দেওয়া জারি রাখবে সংস্থা।

কই দিনে রাশিয়ায় আপাতত ব্যবসা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কফি প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্টারবাকস। এর কিছু সময় আগে মার্কিন ফাস্ট ফুড চেইন ম্যাকডোনাল্ডস জানায়, রাশিয়ায় তাদের রেস্তোরাঁগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হবে। ইউক্রেনে হামলা শুরুর পর সম্প্রতি অ্যাপল (Apple), জারা (Zara), এইচঅ্যান্ডমসহ (H&M) কয়েকটি অন্তর্জাতিক কোম্পানি রাশিয়ায় বিক্রি বন্ধের ঘোষণা দেয়। এর মধ্যে আছে সুইডেনভিকি আসবাব নকশা ও গৃহসজ্জা পরিষেবা প্রতিষ্ঠান আইকিয়া, ইলেকট্রনিকসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং, ফুরাজ্যভিকি বিলাসবহুল ফ্যাশন হাউস বারবেরি ও অনলাইন ফ্যাশন খুচরা বিক্রেতা বুহু, ব্রিটিশ বহুজাতিক গাড়ি কোম্পানি রোলস রয়েস, অ্যাস্টন মার্টিন ল্যাগোন্ডা ও জাগুয়ার ল্যান্ড রোভার, ফুরাষ্ট্রভিত্তিক বহুজাতিক গাড়ি নির্মাতা জেনারেল মোটরস ও অনলাইন স্ট্রিমিং পরিষেবা কোম্পানি নেটফ্লিক্সের (Netflix) মতো নামিদামি প্রতিষ্ঠানগুলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here