Last Updated on April 7, 2023 7:30 PM by Khabar365Din
৩৬৫ দিন |ফেসবুক এর বিজ্ঞাপন নিয়ে এবার জালিয়াতির ঘটনা সামনে এলো পুলিশের | ব্যাকলিংক পদ্ধতিতে এই ফাঁদে পা দিলেই যে মেল্ বা ফেসবুক বা অন্য কোনো একাউন্ট লগ ইন করা থাকবে তাতে নিয়ন্ত্রণ পেয়ে যাবে জালিয়াতরা | সেখানে রাখা সব তথ্য দূরে বসে ইচ্ছেমতো ব্যবহার করতে পারবে তারা | এরফলে আর্থিক , বাণিজ্যিক , ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক দুর্নাম ও লোকসানের মুখে পড়ার প্রভূত সম্ভাবনা থেকে যাচ্ছে |
সম্প্রতি কলকাতার একটি সংস্থার আমেরিকার শাখাতে একটি ইমেইল আসে যেখানে বলাহয় তাদের ফেইসবুক পেজ ও গ্রুপে প্রচারিত বেশ কিছু বিজ্ঞাপন ফেসবুকের বা মেটার বিজ্ঞাপনের নিয়ম ভাঙছে | সেটা নিয়ে রিভিউ করতে একটি হাইপারলিংক বোতামে ক্লিক করতে বলা হয় | সহ্স্থাটি পুরো বিষয়টি ওই সংস্থাটি আইটি ও পুলিশকে জানায় | কলকাতা পুলিশের নজরে আন হয় বিষয়টি | তবে পুরো মিলটি ভালো করে খতিয়ে দেখতে গিয়েই জালিয়াতির ছোট্ট ছিদ্র নজরে আসে | দেখা যায় মেটার নাম করে যে মিলটি পাঠানো হয়েছে তা মোটেও মেটা ( প্রাক্তন ফেইসবুক ) থেকে আসেনি |


এরপরেই সমস্ত সতর্কতা নিয়ে ওই হাইপেরলিঙ্কটি ক্লিক করেন ওই সংস্থার আইটি বিশারদরা | তাতে দেখা যায় যে কম্পিউটার থেকে ওই লিঙ্কগুলিতে ক্লিক করা সেই কম্পিউটারে যেসব সোশ্যাল মিডিয়া ও ইমেইল এ লগ ইন করা ছিল সেই সব তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে কোনো সফটওয়্যার | ফলে পুলিশের তরফে সতর্ক করা হয়েছে এইভাবে অবিকল ফেসবুক বা মেটা থেকে কোনো ই মেল এলে তার কোনো হাইপারলিংক এ ক্লিক করা উচিত হবে না | জালিয়াতরা যেহেতু বিজ্ঞাপনের টাকা পাওয়া নিয়ে ভয় দেখিয়ে এই সব মেল্ করে ফলে অনেকেই তাদের মানিটাই জেসন নিয়ে চিন্তিত হয়ে ওই সব ভুল করে ফেলেন ও তাদের লগ ইন এর তথ্য জালিয়াতদের হাতে চলে যায় | টাই যতই দেখতে অফসিসিএল হোকনা কেন যে ইমেইল থেকে এই সব চিঠি আসছে সেই ইমেইলটি পরিচিত না হলে সেটিকে যাচাই করে তবে তার লিংকে ক্লিক করা উচিত হলেই জানাচ্ছে সাইবার পুলিশ আধিকারিকরা |