ক্যারিয়ারের ৪০ বছর উপলক্ষে, বিশ্বভ্রমনে ম্যাডোনা

0

Last Updated on January 21, 2023 8:39 PM by Khabar365Din

৩৬৫দিন। ২০ বছর বয়স থেকেই বিনোদন জীবনের আত্মপ্রকাশ ম্যাডোনা। সম্প্রতি তিনি ঘোষণা করেছেন, খুব শীঘ্রই কেরিয়ারের ৪০ তম বার্ষিকী উদযাপনে তিনি গোটা বিশ্বজুড়ে কনসার্ট করবেন। ম্যাডোনা তাঁর ইনস্টাগ্রাম এবং ইউটিউবে সেলিব্রেশন ট্যুর শিরোনামের একটি পোস্ট করে বিশ্ব ভ্রমণের ঘোষণা করেছেন। জানিয়েছেন, এই কনসার্টগুলিতে তাঁর চার দশকের কেরিয়ারের সেরা হিটগুলি থাকবে। ১৯৮৩ সালের প্রথম অ্যালবাম থেকে শুরু করে ২০১৯-এর ম্যাডাম এক্স-সবটাতেই তিনি পারফর্ম করবেন।

ঘোষণার আগে তিনি ইনস্টাগ্রামের সব পোস্ট মুছে ফেলে, তাঁর সফরের একটি ভিডিও শেয়ার করেন। সেখানেই জানান তিনি বিশ্বভ্রমণের কথা। ভিডিওটিতে দেখা গিয়েছে, অ্যালেক কেশিশিয়ানের ১৯৯১ সালের ডকুমেন্টারি ট্রুথ অউর ডেয়ার-এর চিত্তাকর্ষক দৃশ্য, যা ১৯৯০ সালে ম্যাডোনার বিতর্কিত স্বর্ণকেশী উচ্চাকাঙ্ক্ষা সফরের বর্ণনা। এছাড়াও ভিডিওতে ৬৪ বছর বয়সী গায়িকাকে দেখা গিয়েছে, তাঁর ঘনিষ্ঠ বন্ধু জুড আপাটো, ল্যারি ওয়েন্স, মেগ স্টলটার, লিল ওয়েন, বব দ্য ড্র্যাগ কুইন, ডিপ্লো, জ্যাক ব্ল্যাক, কেট বারলান্ট, এরিক আন্দ্রে এবং অ্যামি শুমারের সঙ্গে।

জানা গিয়েছে, ম্যাডোনার বিশ্বভ্রমণ শুরু হবে আগামী ১৫ জুলাই থেকে। এবং ১ ডিসেম্বর আমস্টারডামে শেষ হবে। তার আগে তিনি নিউইয়র্ক, বার্সেলোনা, প্যারিস, লন্ডনে শো করবেন৷ ২০ জানুয়ারি থেকে ট্যুরের টিকিট বিক্রি শুরু হবে৷ ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে, ২০ বছর বয়সে, ম্যাডোনা আধুনিক নৃত্যে কেরিয়ার গড়ে তোলার জন্যে নিউইয়র্ক চলে যান।

সেখানে রক ব্যান্ড ব্রেকফাস্ট ক্লাব এবং এমিতে ড্রামার, গিটারিস্ট এবং ভোকালিস্ট হিসেবে পারফর্ম করার পর, তিনি তার প্রথম স্টুডিও অ্যালবাম ম্যাডোনা দিয়ে মিউজিক ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করেন। উল্লেখ্য, আমেরিকান গায়িকা ম্যাডোনা, হলিউডের একজন আইকনিক গায়িকা।

গায়িকার পাশাপাশি, তিনি একজন আমেরিকান গীতিকার এবং অভিনেত্রীও বটে। গোটা বিশ্ব তাঁকে চেনে অসাধারণ কন্ঠের জন্যেই। তাঁর অধিকাংশ গানই নির্মিত রাজনৈতিক, ধর্মীয়, যৌনতা অবলম্বনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here