ভারতীয় দূতাবাস থাকুক, অভয় দিচ্ছে তালিবান, তালিবানদের হিংসার রাজনীতির তীব্র নিন্দা মোদির

0

Last Updated on August 20, 2021 11:31 PM by Khabar365Din

সূত্র : আল জাজিরা

৩৬৫ দিন। তালিবানদের এই হিংসার রাজনীতি পছন্দ নয় ভারতের। আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে বলেছেন, হিংসা ও সন্ত্রাস করে কোনও দেশ ক্ষমতায় থাকতে পারে না। তালিবানরা যে পদ্ধতিতে দেশের দখল নিয়েছে তাতে এর স্থায়িত্ব অসম্ভব। তালিবানরা বলছে যে এবার তারা নমনীয় হবে। কিন্তু কার্যত ওদের তাণ্ডব অব্যাহত রয়েছে। যদিও তালিবানরা চায়, কাবুলে ভারতের দূতাবাস থাকুক। তালেবানের মুখপাত্র আব্বাস সানকাজাই বলেন, ভারতীয় দূতাবাস যদি খোলা রাখা হয় তাহলে সমস্ত কর্মীর নিরাপত্তার দায়িত্ব আমরা নেব কোথাও কোনও কর্মীর কোন ক্ষতি হবে না। কাবুলে অবশ্য ভারতীয় দূতাবাস ফাঁকা। দু’দফায় রাষ্ট্রদূতসহ সমস্ত কর্মীদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। ওদিকে, বদলা নেওয়ার স্পৃহা যায়নি এখনও তালিবানদের। আফগান সেনা অফিসার থেকে সৈনিক, বিদেশি রাষ্ট্রের প্রতিনিধিরা যারা তালিবানদের আগ্রাসন প্রতিহত করেন সামনের সারিতে দাঁড়িয়ে, আজ তাদের বাড়ি বাড়ি ঘুরে তল্লাশি চালায় সশস্ত্র তালিবানরা। কাবুল জুড়ে তৈরি হয় আতঙ্কের পরিবেশ। পঞ্জশিরের নেতৃত্বে নর্দান অ্যালায়েন্স যেমন তালিবানদের প্রতিহত করে এখন সরাসরি নেমেছে বিরোধিতায়, দেখাদেখি আসাদাবাদ, জালালাবাদের মানুষও নেমেছে বিরোধিতায়। আফগানিস্তানের স্বাধীনতা দিবসে তারা আফগান পতাকা নিয়ে মিছিল করে, সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় তালিবানদের দিকে। সেদিনও মিছিল লক্ষ্য করে গুলি চালিয়েছিল তালিবানরা, আজও তাই করল। গুলি এবং পদপিষ্ট হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। দেশ ছাড়ার জন্য এখনও আফগানদের ব্যাকুলতা যায়নি। এদিনও হাজার হাজার মানুষ ব্যাগপত্র নিয়ে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে ধরনা দেয়। বিমানবন্দর এখন পুরোপুরি মার্কিন সেনাবাহিনীদের হাতে। তবু রানওয়ে ফাঁকা করতে পারিনি তারা। যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে অসহায় মানুষের দল। এর ফলে বহু বিমান উঠা নামা করতে পারেনি। ভারতের প্রায় আড়াইশো মানুষ অসহায় ভাবে দেশে ফেরার অপেক্ষায় রয়েছে। কিন্তু বিমান চলছে অত্যন্ত অনিয়মিত ভাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here