Last Updated on April 20, 2023 7:20 PM by Khabar365Din
৩৬৫ দিন। সামনেই ঈদ। তার আগে হাতে আসবে কিছু টাকা, এই আশায় সকাল থেকে লাইনে দাঁড়িয়েছিলেন ৫০০-র বেশী মানুষ। বেলা গড়াতে প্রবল হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু হল ৮৫ জনের। ৩০০-র বেশী মানুষ জখম। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে ইয়েমেনের রাজধানী সানায়। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঈদের আগে প্রতিবার-ই অনুদান প্রদান অনুষ্ঠান হয় ইয়েমেনের বিভিন্ন শহরে। সেরকম-ই একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল সানার একটি ব্যবসায়ী সংগঠন। এমনিতেই ইয়েমেনের অর্থনীতি বলে প্রায় কিছু অবশিষ্ট নয়। সবটাই চলে অনুদানে।উৎসবের আগে হাতে যদি কিছু টাকা পাওয়া যায় তার আশায় সকাল থেকে লাইনে দাঁড়ান বহু মানুষ। এই ভিড় এক সময় মাত্রা ছাড়ায়। ভিড় নিয়ন্ত্রণে আসে সশস্ত্র বাহিনী। অভিযোগ, তারা ভিড় হটাতে শূন্যে গুলি চালালে ঘটে বিপত্তি। গুলি দিয়ে লাগে ইলেকট্রিক পোস্টে।
মুহূর্তের মধ্যে তাতে আগুন ধরে গিয়ে হয় বিস্ফোরণ। গুজব রটে যায় জঙ্গিরা গুলি চালাচ্ছে। এরপর-ই কার্যত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্রবল হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৮৫ জনের। ৩০০-র বেশী মানুষ জখম হয়েছেন। স্থানীয়দের অভিযোগ, যে স্কুলে এই অনুদান প্রদানের আয়োজন করা হয়ছিল তার ভিতরে এখনো বহু দেহ পড়ে রয়েছে। পুলিশ এবং সেনা স্কুল সিল করে দেওয়ায় দেহ উদ্ধার করা যাচ্ছে না। স্থানীয় প্রশাসনের দাবি, ব্যবসায়ী সংগঠনের তরফে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তার কোনও প্রশাসনিক অনুমতি ছিল না। আয়োজকদের খোঁজে তল্লাশি চলছে। কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তবে প্রত্যক্ষদর্শীদের দাবি, নিরাপত্তারক্ষীরা আচমকা গুলি না চালালে পদপিষ্টের পরিস্থিতি তৈরী-ই হত না।