শত্রুঘ্নর রোড শোতে জনঢল

0

Last Updated on June 22, 2022 6:17 PM by Khabar365Din


৩৬৫ দিন | আগরতলা |
ত্রিপুরাতে ৪ কেন্দ্রের উপনির্বাচনের শেষ দিনে ফের আরেকবার জনঢল নামলো তৃণমূলের মিছিলে | এদিন প্রেস ক্লাব থেকে বেরিয়ে শত্রুঘ্ন কিছুটা পায়ে হেঁটে পদযাত্রায় অংশ গ্রহণ করেন |

শত্রুগ্ন সিনহা রাস্তায় নামতেই উপস্থিত উপস্থিত তৃণমূল কর্মীদের মধ্যে দারুন উদ্দীপনা দেখা যায় | কর্মী, সমর্থকদের উৎসাহে শত্রুঘ্ন বেশ কিছুটা পথ হেঁটে যান তিনি |

উল্লেখ্য মঙ্গলবারই অভিষেক বন্দোপাধ্যায় জনসভা করেন ও তারপরেই আজ শত্রুঘ্ন সিনহা প্রথমে একটি প্রেস বৈঠক করেন ও তারপর এই রোড শো করেন |এদিন সকালেই শত্রুঘ্ন বলেন মমতা ও অভিষেকের নেতাদের হাতে রাজ্য না থাকলে ত্রিপুরার বিপদ আসন্ন |

তার পুরোনো পার্টি ভাজপার ধর্মের ভিত্তিতে ও জাতির ভিত্তিতে ভোটারদের ভাঙার পদ্ধতি নেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here