অভিষেকের পর রোড শোতে মেগাস্টার, ভোট ভাগ করে দেবে বিজেপি,সাবধান : শত্রুঘ্ন

0

Last Updated on June 22, 2022 6:19 PM by Khabar365Din

৩৬৫ দিন।মঙ্গলবার আগরতলার প্রেস ক্লাবে তার পরিচিত গুরুগম্ভীর গলায় শত্রুঘ্ন বলেন মমতা ও অভিষেকের নেতাদের হাতে রাজ্য না থাকলে ত্রিপুরার বিপদ আসন্ন | তার পুরোনো পার্টি ভাজপার ধর্মের ভিত্তিতে ও জাতির ভিত্তিতে ভোটারদের ভাঙার পদ্ধতি নেয় | সেই বিষয়ে তিনি ভোটারদের সতর্ক করে দেন | এরপর অভিষেকের পথে হেঁটেই মূলত পরিকাঠামোর খামতি তুলে ধরেন |

অগ্নিবীরদের বিষয়ে তিনি বলেন যেহেতু ৫ বছর টানা কাজ করলে কিছু আইনি বাধ্যবাধকতা চলে আসে তাই ভাজপা সরকার কৌশলে অগ্নিপথ প্রকল্পটি ৪ বছরের করেছেন |অগ্নিবীরদের বিষয়ে তিনি বলেন যেহেতু ৫ বছর টানা কাজ করলে কিছু আইনি বাধ্যবাধকতা চলে আসে তাই ভাজপা সরকার কৌশলে অগ্নিপথ প্রকল্পটি ৪ বছরের করেছেন | এদিন কর্পোরেটরা যেভাবে অগ্নিপথ প্ৰকল্প সমর্থন করছেন তারও নিন্দা করেন শত্রুঘ্ন |

তিনি বলেন যারা এখন তাদের কোম্পানিতে অগ্নিবীরদের নেওয়ার কথা বলছেন তারাই তাদের কোম্পানিতে ৪ বছরের অগ্নিবীরদের বদলে বেশি প্রশিক্ষিত অবসরপ্রাপ্ত সেনা কর্মীদের নেবেন | এই প্রেস বৈঠকে শত্রুঘ্ন ছাড়াও উপস্তিত ছিলেন সংসদ সুস্মিতা দেব, প্রদেশ সভাপতি সুবল ভৌমিক সহ তৃণমূলের যুব নেতারা | প্রেস বৈঠকের পরেই ববনমালীপুরের তৃণমূল অফিস থেকে পদযাত্রা ও রোড শো করেন এই রাজনীতি ও বলিউডের এই মেগা তারকা | তার সঙ্গে ছিলেন সংসদ মিমি চক্রবর্তী |

এই রোড শো ভগবান ঠাকুর চৌহুমনি,অভয়নগর, রাধানগর,রামনগর, বটতলা,বড়দোয়ালী হয়ে আগরতলার ও বড়দোয়ালি কেন্দ্রের প্রার্থী পান্না দেব ও সংহিতা বন্দোপাধ্যায় এর সমর্থনে এই মিছিল করা হয় | উল্লেখ্য আসানসোল উপনির্বাচনে রেকর্ড ভোটের মার্জিনে সাফল্য পেয়ে জয়যুক্ত হয়ে সংসদ হয়েছিলেন শত্রুঘ্ন |

এহেন এক তারকা প্রচারক পেয়ে অনেকটাই উদ্বুদ্ধ আগরতলার দ্বায়িত্বে থাকা তৃণমূলের কর্মীরা |

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here