Last Updated on November 4, 2020 8:21 PM by Khabar365Din
হােয়াইট হাউজ নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই চলছে রিপাবলিকান ডােনাল্ড ট্রাম্প ও ডেমােক্র্যাট জো বিড়েনের মধ্যে। দু দলের প্রার্থীরই দাবি, তারাই সরকার গঠন করতে চলেছেন। বুধবার ট্রাম্প ফ্লোরিডায় জয়ী হওয়ার পরেই টুইটে লেখেন, রাতে বড় জয়ের ঘােষণা করব। পার্টির প্রস্তুতি নিচ্ছি। আবার যেই বিডেনের সঙ্গে ভােটের ব্যবধান বেড়েছে তার অভিযােগ জো বিডেন মার্কিন নির্বাচনে চুরি করেছেন, ট্রাম্পের ভােট নাকি গণনাই হচ্ছে না। ট্রাম্পের এই টুইট ডিলিট কে টুইটার। লেখা হয়েছে বিভ্রান্তিকর হওয়ায় টুইটটি মুছে ফেলা হয়েছে। পরে আবারাে কারচুপির অভিযােগ তােলেন ট্রাম্প, তার হুমকি প্রয়ােজনে সুপ্রিম কোর্টে যাবেন ।অন্যদিকে, মিনেসােটায় জয়ের পর বিড়েনের দাবি, আমরাই জিতছি। কানসাস, ওকলাহােমা ওহায়ােতে জয় ডােনাল্ড ট্রাম্পের। কলােরাডাে ও নিউ মেক্সিকোয় আকাঙ্ক্ষিত জয় বাইডেনের। ট্রাম্পের থেকে ৩৩টি ইলেক্টোরাল ভােটে এগিয়ে বাইডেন। ট্রাম্পের ইলেক্টোরাল ভােট ২১৩ বাইডেনের ২৩৮। এখনও পর্যন্ত পপুলার ভােট এগিয়ে আছেন ডােনাল্ড ট্রাম্প।

তিনি এখন পর্যন্ত ভােট পেয়েছেন ৬,৫৩,৩৬,৭০০ ভােট। বাইডেনকে ভােট দিয়েছেন ৬, ৭০,২০,২৩৫ জন ভােটার। অর্থাৎ ইলেক্টোরাল ভােটে এগিয়ে বিডেন , পপুলার ভােটে এগিয়ে ট্রাম্প। যদিও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ইলেক্টোরাল কলেজের সিদ্ধান্তই বেশি গুরুত্বপূর্ণ। এর জন্য ২০১৬ তে পপুলার ভােট বেশি পেয়েও হারতে হয়েছিল হিলারি ক্লিনটনকে। সেবার ট্রাম্পকে জেতায় ইলেক্টোরাল ভােট পেনসিলভানিয়া, উইসকনসিন ও মিশিগানে যথাক্রমে ২০টি, ১০টি ও ১৬টি ইলেক্টোরাল ভােট রয়েছে। এগুলােতে বাইডেন বড় ব্যবধানে এগিয়ে আছেননিউ জার্সি জো বাইডেনের। এখান থেকে পেয়েছেন ১৪টি ইলেক্টোরাল ভােট। পাশাপাশি মেরিল্যান্ড প্রত্যাশা মতােই বাইডেনের দখলে। ১৯৯২ সাল থেকেই এটি ডেমােক্র্যাটদের দখলে। এখান থেকে ১০টি ইলেক্টোরাল ভােট পেয়েছেন বাইডেন। অন্যদিকে আরকানসাস ট্রাম্পের দখলে। এখ নি থেকে ট্রাম্পের ৬টি ইলেক্টোরাল ভােট। আইওয়া ও ওহাইওতে যথাক্রমে ৬টি ও ১৮টি ইলেকটোরাল ভােট রয়েছে। এই দুই জায়গায় ট্রাম্প সামান্য ব্যবধানে এগিয়ে। কিন্তু নিউইয়র্কে জিতেছেন জো বাইডেন। ডেমােক্র্যাটিকদের শক্ত ঘাঁটি। এখান থেকে পেয়েছেন ২৯ইলেক্টোরাল ভােট। ২৪টি ইলেক্টোরাল ভােট রয়েছে। এমন দুই অঙ্গরাজ্যে ট্রাম্প এগিয়ে এবং ১০১টি ইলেক্টোরাল ভােট রয়েছে এমন ছয় অঙ্গরাজ্যে বিডেন এগিয়ে।