Last Updated on April 26, 2023 7:43 PM by Khabar365Din
৩৬৫ দিন। ১০ মে কর্নাটকে বিধানসভা ভোট তার আগে উদ্ধার হল কোটি কোটি বেআইনি টাকা। শুধু বিপুল অর্থ-ই নয় প্রচুর পরিমাণে সোনাও উদ্ধার হয়েছে। এছাড়া পাওয়া গিয়েছে ইজিপসিয়ান পাউন্ড। বিরোধীদের অভিযোগ, ভোট কিনতে এই টাকা ব্যবহার করা হত। এর পেছনে রয়েছে ভাজপা। সূত্রের খবর, বিবিএমপি বা বৃহৎ বেঙ্গালুরু মহানগর পালিকা
র শহর পরিকল্পনা বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর গঙ্গাধারাইয়া কেএলের বাড়িতে হানা দেয় লোকায়ুক্তের একটি দল। মোট ১৪ টি জায়গায় হানা দেয় তারা। গঙ্গাধারাইয়ার বাড়ি থেকে উদ্ধার হয় কোটি কোটি নগদ টাকা, সোনা, বিদেশী মুদ্রা। কোথা থেকে এই বিশাল পরিমাণ টাকা তার কাছে এল সে ব্যাপারে কিছুই জানাতে পারেননি তিনি।
সূত্রের খবর, শুধু বসতবাড়িই নয়, গঙ্গাধারাইয়ার নামে রয়েছে দেড় কোটি টাকা বাজারমূল্যের পাঁচ একরের একটি কৃষিজমি। এ ছাড়া মল্লেশ্বরমে ৩ কোটি ৬৫ লক্ষ টাকা মূল্যের সম্পত্তি এবং দু’টি লকার। বাড়ি, অফিস এবং ফ্ল্যাট থেকে ১,৪৩১ গ্রাম সোনার গয়না, ৮ কেজি ৭০০ গ্রাম ওজনের রুপোর জিনিসপত্র, কিছু হিরে উদ্ধার হয়েছে। লকারের চাবি এখনও তদন্তকারীরা হাতে পাননি। ফলে দু’টি লকারে কী রাখা আছে তা জানা যাচ্ছে না। সব মিলিয়ে উদ্ধার হওয়া সম্পদের বাজারমূল্য ৭৩ লক্ষ টাকা। এ ছাড়া ১ কোটি ৪৭ লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে। তার মধ্যে রয়েছে ১০ হাজার আমেরিকার ডলার, ১১৮০ আমিরশাহির দিরহাম এবং ৩৫ ইজিপ্টের মুদ্রা (ইজিপ্সিয়ান পাউন্ড)। বিরোধীদের অভিযোগ, এই বিপুল অর্থ ভোট কিনতে ব্যবহার করা হত। বিশেষ করে ভোটের যা হাওয়া তাতে বোঝাই যাচ্ছে বিজেপি ক্ষমতা হারাচ্ছে ঘোড়া কেনাবেচা করে যাতে ক্ষমতা ধরে রাখা যায় তার জন্য এই অর্থ মজুত করা হচ্ছিল।