Last Updated on April 26, 2023 7:50 PM by Khabar365Din
৩৬৫ দিন। দলীয় পদ থেকে আগেই ইস্তফা দিয়েছিলেন এবার ভাজপাকে ধাক্কা দিয়ে সরাসরি কংগ্রেসে যোগ দিলেন কর্নাটকের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী লক্ষ্মণ সাভাদি। কংগ্রেস সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরেই কর্নাটকে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখছিলেন সাভাদি। বৃহস্পতিবার তাঁর সঙ্গে বৈঠক হয় কর্নাটক প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার, রাজ্যের বিরোধী দলনেতা সিদ্দারামাইয়া এবং কর্নাটকের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা রণদীপ সিং সুরজেওয়ালার। শুক্রবার চুড়ান্ত হয় কংগ্রেসে যোগ দিচ্ছেন সাভাদি। কংগ্রেসের তরফে আনুষ্ঠানিক ভাবে জানানো হয় সাভাদির যোগ দানের কথা। লক্ষ্মণ সাভাদির সঙ্গে ভাজপার সংঘাতের শুরু মাসখানেক আগে থেকে। প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে এবার টিকিট দিতে রাজি হয়নি ভাজপা। কিন্তু আঠানি কেন্দ্র থেকে টিকিট চেয়ে দলের ওপর পাল্টা চাপ বাড়ান সাভাদি।
কিন্তু শেষ পর্যন্ত ওই কেন্দ্রে দল মহেশ কুমাথাল্লিকে টিকিট দিলে নেতৃত্বের ওপর ক্ষোভ উগড়ে দিয়ে যাবতীয় দলীয় পদ থেকে ইস্তফা দেন লক্ষ্মণ। তার পরেই কংগ্রেসের সঙ্গে যোগাযোগ শুরু করেন তিনি। রাজনৈতিক মহলের মতে, সাভাদির কংগ্রেসে যোগ ভাজপার কাছে ধাক্কা হতে চলেছে। ২০১৮ পর্যন্ত তিনি কংগ্রেসেই ছিলেন, পরে ভাজপায় যোগ দেন। কংগ্রেস জেডিএস জোট ভাঙতে গুরুত্বপূর্ণ ভুমিকা নেন তিনি। ফলে অত্যন্ত প্রভাবশালী এই নেতার ভোটের মুখে ভাজপা ছেড়ে কংগ্রেসে যোগ বড় ধাক্কা। তিনি শুধু যে একাই কংগ্রেসে ফিরলেন তা নয়, একটা বড় অংশের নেতা কর্মীদের তিনি ভাঙিয়ে নিয়ে যাবেন। ফলে সংগঠন দুর্বল হবে বলে মনে করছেন রাজনৈতিক মহল। যদিও অস্বস্তির মুখে ভাজপা অবশ্য দাবি করছে, দল বদলে কোনও প্রভাব পড়বে না। তবে দলের-ই একাংশের মতে, যে ভাবে একের পর এক মন্ত্রী বিধায়ক প্রকাশ্যে প্রার্থী পদ নিয়ে ক্ষোভ উগড়ে দিচ্ছেন তাতে দলে সংকট বাড়ছে। একেই এবারের ভোট অত্যন্ত কঠিন , তার ওপর দল যদি এই ভাবে ভাঙতে থাকে তাহলে ক্ষমতা হাতছাড়া হওয়া কার্যত নিশ্চিত।