Last Updated on September 10, 2020 8:42 AM by Khabar365Din
৩৬৫ দিন। করোনা সতর্কতা বজায় রেখেই চলবে মেট্রো। মেট্রোয় যাতায়াত করার সময় মাস্ক পরা বাধ্যতামূলক। যাত্রীরা শুধুমাত্র নিজেদের স্মার্ট কার্ড ব্যবহার করেই মেট্রোয় উঠতে পারবেন, টোকেন নিষিদ্ধ। যাত্রীদের মেট্রো রেলওয়ে স্মার্ট কার্ড রিচার্জ অ্যাপ ব্যবহার করতে হবে। প্রতিটি স্টেশনে বসানো স্যানিটাইজার ডিসপেনসার মেশিনে হাত স্যানিটাইজ করা বাধ্যতামূলক। স্টেশনে মেট্রো কর্মীরা প্রতিটি যাত্রীর থার্মাল চেক আপ করবেন। মেট্রো স্টেশন চত্বরে থুতু ফেলা, করোনা উপসর্গ নিয়ে মেট্রোয় ওঠা, বয়স্ক ব্যাক্তি কিংবা শিশুদের মেট্রোয় ওঠা, সিড়ির হাতল, এসকেলেটরের হ্যান্ড রেল, দেওয়ালে হাত দেওয়া নিষিদ্ধ।