ঘটনার ৪৮ ঘন্টার মধ্যেই গ্রেফতার আনন্দপুর কাণ্ডের অভিযুক্ত, পুলিশি হেফাজতে অভিষেক পান্ডে

0

Last Updated on September 9, 2020 12:36 AM by Khabar365Din

৩৬৫ দিন। আনন্দপুরকাণ্ডের অভিযুক্ত অভিষেক পান্ডেকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রাতে আনন্দপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রসঙ্গত, ভাইফোঁটার পরই বিয়ের কথা হত। এমনকি দুই বাড়িতেই সম্পর্কের কথা জানত। আনন্দপুরকাণ্ডে নয়া মোড়। তবে নির্যাতিতার কথার অসঙ্গতিতেই বিভ্রান্তি ছড়াচ্ছে। এছাড়াও অভিযুক্তের গাড়িটিকে সোমবার বিকেলে আনন্দপুর থানার পুলিশ পূর্ব যাদবপুরের পূর্বালোক থেকে আটক করেছে। আরও ঘনীভূত হচ্ছে রহস্য। বিভ্রান্তি সরাতেই দফায় দফায় চলছে জিজ্ঞাসাবাদ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতার সঙ্গে দীর্ঘ পাঁচ বছরের সম্পর্ক ছিল অভিযুক্তের। এমনকি তাঁরা একসঙ্গে কাজও করতেন এক বেসরকারি ব্যাঙ্কে। এর আগেও তাঁরা বহুবার আউটিংয়ে গিয়েছিলেন একসঙ্গে। এখনও অধরা অভিষেক, তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে আনন্দপুর থানার পুলিশ। অপরদিকে নির্যাতিতাকেও জেরা করছে তদন্তকারীরা। জানার চেষ্টা চলছে কেন তিনি তথ্য গোপন করেছিলেন। কেনই বা আড়াল করছেন অভিযুক্তকে। এছাড়াও অভিযুক্তের মা জানিয়েছেন, তার ছেলে ভুল করেছে। তাকেও করা হচ্ছে জিজ্ঞাসাবাদ। নির্যাতিতার ফ্ল্যাটে প্রায়ই আসতেন অভিষেক পানডে। অনেকবারই তার ঘর থেকে বেরোতে দেখা গেছে বলেই প্রতিবেশী সূত্রে খবর। এমনকি ঘটনার দিন রাতেও সিকিউরিটি গার্ডের কাছে ফোন এবং বাড়ির চাবি রেখে দিয়ে গেছেন অভিযুক্ত। বলেছেন , দিদি আসলে যেন তা দিয়ে দেয়। এছাড়াও সূত্রের খবর, তিনবছর আগে বিয়ে হয়েছিল এক ভিনরাজ্যের মহিলার সঙ্গে। কিন্তু স্ত্রীকে অত্যাচার করতেন অভিষেক, তাই বিচ্ছেদ হয়ে যায় দুজনের। তাছারাও উচ্ছৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত ছিলেন অভিষেক। একাধিক মহিলার সঙ্গেই সম্পর্ক ছিল তাঁর। এমনকী নির্যাতিতার সঙ্গেও প্রায় ৫ বছরের আলাপ ছিল তার। তাঁর ফ্ল্যাটেও যেতেন অভিষেক। তবে কেন নির্যাতিতা তরুণী ভুল তথ্য দিয়ে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করলেন সেটা স্পষ্ট নয়। সেই নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। আনন্দপুরকাণ্ডে উদ্ধারকারীর সাহসিকতায় অভিনন্দন জানায় সিপি। নিজের জীবনের পরোয়া না করে বাঁচিয়েছেন অপরিচিতাকে। ফলাফলের কথা না ভেবেই ঝাঁপিয়ে পড়েছিলেন। আনন্দপুরকাণ্ডে উদ্ধার করা মহিলাটিকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হন নীলাঞ্জনা। ভর্তি রয়েছেন হাসপাতালে। তবে এই সাহসীনির সমস্ত খরচ বহন করবে রাজ্য এমনটাই জানা গেছে পুলিশ সূত্রে। অভিনন্দন জানিয়েছে কলকাতার পুলিস কমিশনার অনুজ শর্মা। জানা গেছে, রাজ্য সরকার তাঁর সমস্ত চিকিত্সার খরচ বহন করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আনন্দপুর কাণ্ডে অভিযুক্তকে ধরে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here