জোরকদমে এগোচ্ছে নোয়াপাড়া-বারাসাত ভায়া এয়ারপোর্ট মেট্রোর কাজ
মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রজেক্টে ৫০০ শ্রমিকের কর্মসংস্থান

0

Last Updated on August 29, 2020 10:37 AM by Khabar365Din

৩৬৫ দিন। লকডাউনের মধ্যেই জোরকদমে চলছে নোয়াপাড়া-বারাসাত ভায়া এয়ারপোর্ট মেট্রো প্রজেক্টের কাজ। এই কাজের জেরে মহামারি পরিস্থিতিতে কাজ হারানো প্রায় ৫০০ শ্রমিকের কর্মসংস্থান হয়েছে, দাবি মেট্রোরেলের। উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় রেলমন্ত্রী থাকাকালীন তাঁর উদ্যোগেই এই লাইন ফোরের কাজ শুরু হয়। বর্তমানে প্রথম ৭ কিলোমিটার স্ট্রেচের কাজ অর্থাৎ বিমানবন্দরে ডাক্ট ও টানেলের কাজ শেষ হয়ে গিয়েছে। মেট্রোরেলের তরফ থেকে জানানো হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রকের কোভিড গাইডলাইন মেনে নূন্যতম কর্মী নিয়ে কাজ করা হচ্ছে। তাছাড়া ফেস মাস্ক পরেই কাজ করছে শ্রমিকেরা; স্যানিটাইজেশন চলছে নিয়মিত। মেট্রো আধিকারিকরা তত্ত্বাবধান করছেন নিয়মিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here