‘ডাক্তারবাবু’ অ্যাপ দিয়েই হবে সমস্যা সমাধান

0

Last Updated on September 5, 2020 8:25 PM by Khabar365Din

৩৬৫ দিন। ডাক্তার মানেই সমস্যা সমাধানের একটি জায়গা। আর করোনা আবহের মধ্যে বাইরে গিয়ে চিকিৎসা করাতে অনেকেই ভয় পাচ্ছেন। তাই কলকাতা পুরসভাতে নতুন এক অ্যাপ এর সূচনা হল আজ। তবে কি হবে এই অ্যাপ এর সাহায্যে? কলকাতা পুরভবনে আজ পুরপ্রশাসকবোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম এই এপের উদ্বোধন করে বলেন, এই এপের মাধ্যমে রোগীরা সম্পূর্ণ নিখরচায় হৃদরোগ, অস্থি, মেডিসিন সহ বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ পাবেন। ডাক্তারবাবুরা অনলাইনে প্রেসক্রিপশন দেবেন, তা ডাউনলোড করে রোগীরা ওষুধ কিনতে পারবেন। ডাক্তারের সুবিধার্থে রোগী তার চিকিৎসার আগের যাবতীয় নথি, আপলোড করতে পারবেন, পরীক্ষার রিপোর্টও আপলোড করতে পারবেন বা ইমেল মারফত ডাক্তারের কাছে পাঠাতে পারবেন। আইএমএ রাজ্য সম্পাদক শান্তনু সেন জানান,kmc.janupchaar.com এই ওয়েবসাইট মারফত এই এপ্লিকেশনটি পাওয়া যাবে। আপাতত ৩৫ জন ডাক্তার এই এপে নথিভুক্ত হয়েছেন। আগামীদিনে বিভিন্ন রোগের বিশেষজ্ঞ মোট ১০০ জন চিকিৎসক এই এপের মাধ্যমে রোগীদের পরামর্শ দেবেন। প্রতি সপ্তাহে এক একজন চিকিৎসক এক ঘন্টা করে থাকবেন। তবে কলকাতার পাশাপাশি রাজ্যের অন্যান্য অংশের মানুষও এই এপের মাধ্যমে চিকিৎসা পরিষেবা পেতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here