Last Updated on September 7, 2020 7:56 AM by Khabar365Din
৩৬৫ দিন। প্রথম পর্যায় পর্যাপ্ত ডকিং স্টেশন না থাকার জন্য, নিউটাউনে সফলভাবে সাইকেল চালানো শুরু হয়নি। যদিও রাজ্য সরকারের উদ্যোগে ভারতবর্ষের মধ্যে একমাত্র নিউটাউনে গড়ে উঠেছে সাইকেল লেন। দ্বিতীয় পর্যায় নিউটাউনে ডকিং স্টেশন গড়ে তোলার পরই নতুন করে ১০০টি অত্যাধুনিক সাইকেল এলো। প্রসঙ্গত রাজ্য সরকার, সাইকেল লেন তৈরি করে নিউটাউনে সাইকেল চালানোর উপর গুরুত্ব অনেক আগে থেকেই দিয়েছে। কিন্তু তাতে বেশ কিছু সমস্যা দেখা গিয়েছিল। যত্রতত্র সাইকেল পড়ে থাকার কারণে তা চুরি হয়ে যাচ্ছিল। এবারে সেই কারণে নতুন একটি কম্পানির সঙ্গে গাঁটছড়া বেঁধে এন কে ডি এর পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে ১০০ টি অত্যাধুনিক সাইকেল। চলতি মাসের শেষেই এই সাইকেল গুলি পথে নামবে বলে জানা গিয়েছে। এই বিষয়ে এন কে ডি এর চেয়ারম্যান দেবাশিষ সেন জানিয়েছেন, নিউটাউনে এবার ২০ টি সাইকেল ডকিং স্টেশন গড়ে তোলা হচ্ছে। মূল রাস্তা ছেড়ে ভিতরের রাস্তা দিয়েই সাইকেল চালানো যাবে। এছাড়াও সাইকেল লেন মেনেই সাইকেল চালাতে হবে। এবারে ডকিং স্টেশন ছাড়া সাইকেল যত্রতত্র রেখে দেওয়া যাবে না। একটি ডকিং স্টেশন থেকে অপর একটি ডকিং স্টেশন পর্যন্ত যেতে যে সময় লাগবে তার উপর নির্ভর করবে সাইকেলের ভাড়া। এই নতুন নিয়মে আর নিউটাউনে সাইকেল নিয়ে সমস্যা হবে না সাধারণ মানুষের। ভারতের মধ্যে একমাত্র নিউটাউনে সাইকেল লেন তৈরি করে, সাইকেল চালানোর দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিনিয়ত বেড়েই চলেছে জ্বালানির দাম। এক্ষেত্রে সাইকেলের ব্যবহারকে বাড়ানোর লক্ষ্যে পরিকাঠামো তৈরি করেছে রাজ্য সরকার।