Last Updated on August 31, 2020 3:45 PM by Khabar365Din
৩৬৫ দিন। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের জীবনাবসান হয়েছে রবিবার বিকেলে। সন্ধ্যায় রাজ্যের স্বরাষ্ট্র দফতর জানিয়েছে, প্রাক্তন রাষ্ট্রপতি বাংলার সন্তান প্রণব মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে, আগামীকাল ১ সেপ্টেম্বর সকল সরকারি অফিস, প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আগামীকাল দিল্লিতে শেষকৃত্য হওয়ার কথা প্রাক্তন রাষ্ট্রপতির। রাজ্য স্বরাষ্ট্র দফতর টুইটারে জানিয়েছে, যদি অন্য কোনও দিন প্রাক্তন রাষ্ট্রপতির শেষকৃত্য সম্পন্ন হয়, তাহলে সেদিনও একইভাবে প্রণব মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজ্যে সরকারি অফিস, প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ইতিমধ্যেই রাজ্য সরকার আগামীকাল ১ সেপ্টেম্বর পুলিশ দিবস ঘোষণা করেছে। আগামী ৮ সেপ্টেম্বর পুলিশ দিবসের অনুষ্ঠান পালন করা হবে বলে জানিয়েছে রাজ্যের স্বরাষ্ট্র দফতর।